পরমব্রত চট্টোপাধ্যায়
পরমব্রত চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে একজন সফল অভিনেতা এবং পরিচালক। বাংলা টেলিফিল্ম ও চলচ্চিত্র, উভয় স্থানেই তিনি আপন প্রতিভার সাক্ষর রেখেছেন [1]। বিদ্যা বালানের বিপরীতে কাহানি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি একজন বিখ্যাত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একই অভিনেত্রীর বিপরীতে ভালো থেকো ছবিতেও অভিনয় করেছেন। [2][3]
পরমব্রত চট্টোপাধ্যায় | |
---|---|
![]() ২০১২ সালে পরমব্রত চট্টোপাধ্যায় | |
জন্ম | পরমব্রত চট্টোপাধ্যায় ২৭ জুন, ১৯৮১ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অবিবাহিত |
ব্যক্তিজীবন
তিনি পশ্চিমবঙ্গ এর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের নাতি। [4][5]
শিক্ষাজীবন
তিনি কলকাতার পাঠ ভবন স্কুলে লেখাপড়া করেন ও পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে মাস্টার্স করেন।
চলচ্চিত্র জীবন
হাফ চকলেট নামক ধারাবাহিক এর মাধ্যমে তার অভিনয়ের সূত্রপাত। জিয়ো কাকা চলচ্চিত্রের মধ্যদিয়ে তার পরিচালনা শুরু হয়। রাইমা সেন,ঋতুপর্ণ ঘোষ ও ইন্দ্রনীল ঘোষ এই ছবিতে অভিনয় করেন। কাহানি চলচ্চিত্রের সাত মাস ধরে চলা সাফল্যের পর তিনি অস্কার জয়ী পরিচালক জেফরি ডি. ব্রাউনের সোল্ড (Sold) ছবিতে অভিনয় করার প্রস্তাব পান। [6][7]
প্রযোজনা প্রতিষ্ঠান
তিনি তার দীর্ঘ অভিনয় জীবনের সাথী রুদ্রনীল ঘোষ এবং শিল্পপতি দীপক রাহার সাথে যৌথভাবে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়র্কশপ খুলেছিলেন। [8] কিন্তু পরবর্তীতে তিনি ঐ প্রতিষ্ঠান থেকে আলাদা হয়ে যান। বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম "রোডশো ফিল্মস"।
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | সহশিল্পী | মন্তব্য | |
---|---|---|---|---|---|---|
২০০৩ | বোম্বাইয়ের বোম্বেটে | তপেশ (তোপ্সে) | ||||
২০০৩ | ভালো থেকো | |||||
২০০৩ | হেমন্তের পাখি | বাবাই | ||||
২০০৪ | স্বপ্নসুন্দরী[9] | টেলিফিল্ম | ||||
২০০৫ | শুভদৃষ্টি | রমেন | ||||
২০০৫ | নিশিযাপন | শ্যামল | ||||
২০০৬ | অঙ্কুশ | রাহুল | ধারাবাহিক | |||
২০০৬ | দ্য বং কানেকশান | অপু | ||||
২০১২ | তিন ইয়ারী কথা | অন্তু | ২০০৬-এ প্রিমিয়ারড | |||
২০০৬ | দোসর | |||||
২০০৬ | আমরা | |||||
২০০৭ | কৈলাসে কেলেঙ্কারি | তোপসে[10] | ||||
২০০৮ | ১০:১০ | বিশেষ আবির্ভাব | ||||
২০০৮ | চলো লেটস্ গো | |||||
২০০৮ | টিনটোরেটোর যিশু | তোপসে | ||||
২০০৯ | ব্রেক ফেল | |||||
২০০৯ | একবার বলো উত্তম কুমার | |||||
২০০৯ | ০৩৩ | |||||
২০০৯ | বক্স নাম্বার ১৩১৩ | |||||
২০০৯ | কালবেলা | অনিমেষ মিত্র | ||||
২০০৯ | কালের রাখাল | সুবাল | ||||
২০১০ | থানা থেকে আসছি | |||||
২০১১ | জানি দেখা হবে | |||||
২০১১ | বাইশে শ্রাবণ | অভিজিৎ | ||||
২০১১ | জিয়ো কাকা | |||||
২০১২ | হেমলক সোসাইটি | আনন্দ কর | ||||
২০১২ | ভূতের ভবিষ্যত | অয়ন সেনগুপ্ত | ||||
২০১২ | কাহানি | সত্যাকি সিনহা (রানা) | হিন্দি চলচ্চিত্র | |||
২০১২ | একলা আকাশ | |||||
২০১২ | যুদ্ধ পরিস্থিতি[11] | |||||
২০১২ | বালুকাবেলা.কম | আকাশ | ||||
২০১৩ | মাছ মিষ্টি এন্ড মোর | রনি | ||||
২০১৩ | হাওয়া বদল | জিৎ | ||||
২০১৩ | বসন্ত উৎসব | |||||
২০১৩ | প্রলয় | বরুন বিশ্বাস | রাজ চক্রবর্তী | |||
২০১৪ | অভিশপ্ত নাইটি | |||||
২০১৪ | অপুর পাঁচালী | |||||
২০১৪ | হাইওয়ে | |||||
২০১৪ | চতুষ্কোণ | জয় | ||||
২০১৫ | মহাভারত | |||||
২০১৫ | গ্ল্যামার | |||||
২০১৫ | ট্রাফিক | |||||
২০১৬ | বাস্তুশাপ | |||||
২০১৭ | যকের ধন | বিমল | ||||
২০১৭ | ভুবন মাঝি | নহির | ||||
২০১৭ | ভয়ংকর সুন্দর | মাকু | ||||
২০১৭ | সমান্তরাল | সুমন | পার্থ চক্রবর্তী |
পুরস্কার
বছর | প্রতিষ্ঠান | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০৬ | বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন | সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতা | জয়ী | |
২০১৩ | জি সিনে অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | কাহানি | মনোনীত |
২০১৩ | স্ক্রীন অ্যাওয়ার্ড | সেরা সাপোর্টিং চরিত্র (পুরুষ) | কাহানি | মনোনীত |
তথ্যসূত্র
- "Parambrata"। Calcutta, India: www.telegraphindia.com। ২০০৮-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১২।
- "'Soumitrada overshadowed Uttam Kumar in Jhinder Bondi'"। Rediff.com। 29 Match 2012। সংগ্রহের তারিখ 22 April 2012। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - Nivas, Namita (মার্চ ২৩, ২০১২)। "I'm not thinking of future in Bollywood: Parambrata Chatterjee"। The Indian Express।
- Actor, Top (১৮ নভেম্বর ২০০৫)। "Direct action!"। The Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২।
- "Who is Parambrata Chatterjee"। IBN Live। মার্চ ১৪, ২০১২। জুন ৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৪, ২০১৩।
- K Jha, Subhas (১৮ সেপ্টেম্বর ২০১২)। "Parambrata headed for Hollywood"। Times of India। Mumbai Mirror। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১২।
- Nag, Kushali (৫ জানুয়ারি ২০০৮)। "Three boys & a babe"। The Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০০৮।
- Workshop
- Sengupta, Reshmi (২০০৪-০৭-২১)। "Director's diary"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১২।
- Nag, Kushali (২০০৮-০৯-০৩)। "The return of the sleuth"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১২।
- "Parambrata Chatterjee's directorial next is political story 'Juddho Poristhiti'"। মুভিরিভিউজ।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)