পবিত্র কোরআন মুদ্রণের জন্য বাদশাহ ফাহদ কমপ্লেক্স
পবিত্র কোরআন মুদ্রণের জন্য বাদশাহ ফাহদ কমপ্লেক্স (আরবি: مجمع الملك فهد لطباعة المصحف الشريف) বা বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কুরআন ছাপাখানা। এতে আরবিসহ বিভিন্ন ভাষায় কোরআন ছাপানো হয়।
গঠিত | ১৯৮৫ |
---|---|
উদ্দেশ্য | কুরআন ছাপার প্রতিষ্ঠান |
সদরদপ্তর | মদিনা |
অবস্থান | |
স্থানাঙ্ক | |
দাপ্তরিক ভাষা | আরবি |
মহাসচিব | ডা. বান্দার বিন ফাহাদ আল শোহাইলেম |
প্রধান | সালেহ আল শায়েখ |
ওয়েবসাইট | http://qurancomplex.gov.sa/ |
প্রকাশনাটি বছরে প্রায় ১ মিলিয়ন কপি উৎপাদন করে। এটিতে ১,৭০০ জন কর্মচারী রয়েছে। এটি ৩৯টি ভাষায় কুরআনের ৫৫টি অনুবাদ প্রকাশ করে। এর ওয়েবসাইটটিতে আরবি কুরআন, আবৃত্তি, পাঠ্য অনুসন্ধান, অনুবাদসমূহ, প্রাথমিক কোরআনের পান্ডুলিপির চিত্র [1] এবং ব্যাখ্যামূলক আলোচনা পাওয়া যায়।[2] ১৯৮৫ সাল থেকে এটি কোরআনের ১২৮ মিলিয়নেরও বেশি অনুলিপি তৈরি করেছে,[3] যা ইসলাম সম্প্রদায়ের লোকজন ব্যাপকভাবে ব্যবহৃত করে। মূল অনুলিপিটি লিখেছিলেন চারুলিপিকার উসমান তাহা।[3]
উৎপাদন
১৯৮৫ সাল থেকে ২০০৭ পর্যন্ত [4]
ধরন | সংখ্যা | |
---|---|---|
১ | পবিত্র কোরআন | ১২,৭৪,২০,৪৩০ |
২ | অডিও টেপ | ১৮,১৭,১২৯ |
৩ | অনুবাদ | ২,৪৬,২৪,৮১৩ |
৪ | কোরআনের অংশ | ৪,৭৫,৯২,২২৭ |
৫ | নবীর জীবনী | ২,১০,০০০ |
৬ | অন্যান্য | ৪৬,৬৮,৯১৪ |
সর্বমোট | ২,০৬,৩৩,৫৮৩ | |
তথ্যসূত্র
- "Official website"। ১২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
- "Official website"। ১১ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
- "Archived copy"। ২০১১-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০১।, from qurancomplex.com
- "Archived copy"। ২০১১-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০১।, from official website qurancomplex.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.