পদ্মা ব্যাংক লিমিটেড

পদ্মা ব্যাংক লিমিটেড (পূর্বনাম দি ফারমার্স ব্যাংক লিমিটেড)[1] বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক

পদ্মা ব্যাংক লিমিটেড
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং, আর্থিক পরিসেবা
প্রতিষ্ঠাকাল জুন ২০১৩ (2013-06-03)
সদরদপ্তর৪২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশ
পণ্যসমূহফাইন্যান্স ও বীমা
কনসুমার ব্যাঙ্কিং
যৌথ ব্যাঙ্কিং
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং
বিনিয়োগ ব্যবস্থাপন
ওয়েবসাইটwww.padmabankbd.com

ইতিহাস

এই ব্যাংকটি ২০১৩ সালের ৩ জুন প্রতিষ্ঠিত হয়।[2] ২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক দেয় বাংলাদেশ ব্যাংক। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে ২০১৭ সালে ব্যাংকটির চেয়ারম্যান মহিউদ্দীন খান আলমগীর তার পদ ছাড়তে বাধ্য হন[3] ও ব্যাংকটির এমডি এ কে এম শামীমকে বাংলাদেশ ব্যাংক অপসারণ করে।[4] ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হয়। ব্যাংকটি বাঁচাতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং ইনভেস্টমেন্ট করপোরেশান অব বাংলাদেশ (আইসিবি) মূলধন জোগান দেয়।

ঋণ কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিময়ের কারণে সমালোচিত হওয়ার পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ব্যাংকটির নাম পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা "‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক লিমিটেড নামকরণ’" শীর্ষক এক সার্কুলার অনুযায়ী ২০১৯ সালের ২৯শে জানুয়ারি ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক লিমিটেড নামকরণ করা হয়।[4][5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বদলে গেল ফারমার্স ব্যাংকের নাম"দৈনিক প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯
  2. "About The Farmers Bank Limited."। ২৮ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  3. "ফারমার্স ব্যাংক ছাড়লেন মহীউদ্দীন খান আলমগীর"সমকাল। ২৮ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯
  4. "বদলে গেল ফারমার্স ব্যাংকের নাম"প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯
  5. "ফারমার্স ব্যাংক বদলে পদ্মা ব্যাংক"দৈনিক যুগান্তর। ৩০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯

[1]

[2]

[3]

[4]

[5]

বহিঃসংযোগ

  1. "ফারমার্স এখন পদ্মা"দৈনিক ইত্তেফাক। ২০১৯-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭
  2. "ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭
  3. জনকণ্ঠ, দৈনিক। "ফারমার্স ব্যাংক এখন পদ্মা ব্যাংক"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭
  4. "ফারমার্স ব্যাংকের নাম বদলে 'পদ্মা'"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭
  5. "ফারমার্স ব্যাংক এখন পদ্মা"banglanews24.com। ২০১৯-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.