পত্তন ইউনিয়ন
পত্তন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন।
পত্তন | |
---|---|
ইউনিয়ন | |
৬নং পত্তন ইউনিয়ন পরিষদ | |
পত্তন পত্তন | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′২১″ উত্তর ৯১°১১′৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | বিজয়নগর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪০০ |
আয়তন
পত্তন ইউনিয়নের আয়তন ৮,৯১৮ একর (৩৬.০৯ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পত্তন ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,৮৩৩ জন। এর মধ্যে পুরুষ ১৪,০১০ জন এবং মহিলা ১৩,৮২৩ জন। মোট পরিবার ৫,০৩৭টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭৭১ জন।[2]
ইতিহাস
পত্তন ইউনিয়নকে বলা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার মা কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৭টি গ্রাম । এই ইউনিয়নটি ছিল এক কালে হিন্দু অধ্যষিত শিক্ষিত ভদ্র ভিবিন্ন হিন্দু সম্প্রদায়ের আবাস স্থল। পশ্চিমে তিতাস নদীর তীর ঘেষে অসংখ্য খাল, বিল নদী নালা পরিবেষ্টন করে আছে ঐতিহ্য বাহী পত্তন ইউনিয়ন। হিন্দু গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ৬নং পত্তন ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান
অবস্থান ও সীমানা
বিজয়নগর উপজেলার সর্ব-পশ্চিমে পত্তন ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে চর ইসলামপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে চম্পকনগর ইউনিয়ন, দক্ষিণে সিংগারবিল ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমেব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন,পূর্বে বিষ্ণুপুর ইউনিয়ন, এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পত্তন ইউনিয়ন বিজয়নগর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিজয়নগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ।
- পত্তন ইউনিয়ন পরিষদের ১৪টি ওয়ার্ড রয়েছে।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পত্তন ইউনিয়নের সাক্ষরতার হার ৩৭.৮%।[1]
শিক্ষা প্রতিষ্ঠান
সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৩টি,
১,পত্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়।
২,ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩,আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৪,টানমনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৫,নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬,বড়পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭,লক্ষীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮,মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯,মাশাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১০,গোয়ালখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১১,
১২,
১৩,
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-২টি
১,পত্তন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
২,লক্ষীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
- বেসরকারি বিদ্যালয়-৫টি,
- ফাজিল (আলিয়া) মাদ্রাসা-১টি.
আদমপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
- কওমি মাদ্রাসা-১টি.
ফুলবাড়িয়া নুরুল উলুম মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাথে বিজয়নগর উপজেলার একমাত্র সংযোগ সড়কটি "শেখ হাসিনা সড়ক" এই ইউনিয়নের মধ্যদিয়েই নির্মাণাধীন আবস্থায় আছে।নৌপথেও সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
খাল ও নদী
সালদাহ নদী ইউনিয়নের পূর্ব দিক হতে সিমনা সেতুর নীচ দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। অলিয়াজুরী বিল সালদাহ বিলের সাথে মিসেছে, সালদাহ বিল তিতাস নদীতে সংযোগ হয়েছে। বালিয়াজুরী বিল, কাজলিয় বিল, দোয়াস বিল, গছাখালি বিল, আনজুড়া বিল, জারদীরা বিল, বোয়লিয়া বিল, আটকরী বিল,কাওরাইল বিল, ধানজরী বিল, হোটা হাতা বিল, দিগাইল্লা বিল, দোয়াস বিল সাইল্লা বিল।
হাট-বাজার
শতবর্ষী সিমনা বাজার,পত্তন চক বাজার,নোয়াগাঁও মোড় বাজার,লক্ষীমুড়া বাজার,মনিপুর বন্দর বাজার।
দর্শনীয় স্থান
পত্তন ইউনিয়ন তথা বিজয়নগর উপজেলার একটি দর্শনীয় স্থান হল টানমনিপুরে অবস্থিত "সিমনা ব্রিজ" । "শেখ হাসিনা সড়ক" চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে যাতায়াতের রাস্তা যার দুইপাশে পানি। শেখা হাসিনা সড়ক একটা মনোমুগ্ধকর রাস্তা বিকেলবেলয় আডডা দেওয়ার সুন্দরসময়। সিমনা সেতু,অলিয়াজুরি নদীর তীরের বটগাছ,পত্তন কাচারি সংলগ্ন মন্দির।
জনপ্রতিনিধি
বর্তামান চেয়ারম্যান তাজুল ইসলাম
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।