পটিয়ালা ঘরানা
পটিয়ালা (হিন্দি: पटियाला घराना; উর্দু: پٹیالہ گھرانہ) হল ভারতীয় শাস্ত্রীয় সংগীতে র একটি ঘরানা। পাঞ্জাবের পটিয়ালা শহরের নামানুসারে এর নামকরণ করা হয়। পটিয়ালার মহারাজার পৃষ্ঠপোষকতায় ওস্তাদ ফতেহ আলী খান ও ওস্তাদ আলী বখশ এই ঘরানাটি প্রতিষ্ঠা করেন। কণ্ঠসংগীতের গজল, ঠুমরি ও খেয়াল আঙ্গিকের জন্য ঘরানাটি প্রসিদ্ধি লাভ করে। পটিয়ালা ঘরানার অন্যতম প্রভাবশালী সংগীতকার ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান।[1]
তথ্যসূত্র
- Article on Patiala Gharana in Dawn (newspaper), 'Classical music has healing effect on listeners' Published 3 May 2008, Retrieved 14 August 2019
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.