পঞ্চদশ লোকসভা
ভারতে ২০০৯ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত পঞ্চদশ লোকসভার সদস্যবর্গ:
রাজনৈতিক দল অনুযায়ী সদস্যদের সংখ্যা
ক্রমিক সংখ্যা | দলের নাম | দলীয় পতাকা | সাংসদ সংখ্যা[1] |
---|---|---|---|
১ | ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) | ২০৮ | |
২ | ভারতীয় জনতা পার্টি (বিজেপি) | ১১৬ | |
৩ | সমাজবাদী পার্টি (এসপি) | ২২ | |
৪ | বহুজন সমাজ পার্টি (বিএসপি) | ২১ | |
৫ | জনতা দল (ইউনাইটেড) (জেডি(ইউ)) | ২০ | |
৬ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (এআইটিসি) | ১৯ | |
৭ | দ্রাবিড় মুন্নেত্র কড়গম (ডিএমকে) | ১৮ | |
৮ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) | ১৬ | |
৯ | বিজু জনতা দল (বিজেডি) | ১৪ | |
১০ | শিব সেনা (এসএস) | ১১ | |
১১ | অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কড়গম (এআইএডিএমকে) | চিত্র:AIADMKflag.jpg | ৯ |
১২ | জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) | ৯ | |
১১ | নির্দল | ৮ | |
১৩ | তেলুগু দেশম পার্টি (টিডিপি) | ৬ | |
১৪ | রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) | ৫ | |
১৫ | ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) | ৪ | |
১৬ | রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) | ৪ | |
১৭ | শিরোমণি অকালি দল (এসএডি) | ৪ | |
১৮ | জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্স (জেঅ্যান্ডকেএনসি) | ৩ | |
১৯ | জনতা দল (সেক্যুলার) (জেডি(এস)) | ৩ | |
২০ | সারা ভারত ফরওয়ার্ড ব্লক (এআইএফবি) | ২ | |
২১ | ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) | ২ | |
২২ | মুসলিম লিগ কেরল স্টেট কমিটি (এমএলকেএসসি) | ২ | |
২৩ | বিপ্লবী সমাজতন্ত্রী দল (আরএসপি) | ২ | |
২৪ | তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) | ২ | |
২৫ | অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) | ১ | |
২৪ | অসম গণ পরিষদ (এজিপি) | ১ | |
২৭ | আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট | ১ | |
২৮ | বোড়োল্যান্ড পিপল’স ফ্রন্ট | ১ | |
২৯ | বহুজন বিকাশ আগাদি | ১ | |
৩০ | কেরল কংগ্রেস (মণি) | ১ | |
৩১ | মারুমালারচি দ্রাবিড় মুন্নেত্র কড়গম (এমডিএমকে) | ১ | |
৩২ | হরিয়ানা জনহিত কংগ্রেস (বিএল) | ১ | |
৩৩ | বিড়ুথালাই চিরুথাইগল কচ | ১ | |
৩৪ | সিক্কিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) | ১ | |
৩৫ | স্বাভিমানী পক্ষ | ১ | |
৩৬ | নাগাল্যান্ড পিপল’স ফ্রন্ট (এনপিএফ) | ১ | |
ক্যাবিনেট
মনমোহন সিংহ (পঞ্চদশ লোকসভা) ক্যাবিনেট | ||
---|---|---|
প্রধানমন্ত্রী | মনমোহন সিংহ | ২০০৯–বর্তমান |
উপপ্রধানমন্ত্রী | শূন্য | |
মন্ত্রক | নাম | মেয়াদ |
কৃষি | শরদ পওয়ার | ২০০৯– |
রসায়ন ও সার | এম. কে. আঝাগিরি | ২০০৯– |
বাণিজ্য ও শিল্প | আনন্দ শর্মা | ২০০৯– |
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি | কপিল সিব্বল | ২০০৯– |
উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন | শরদ পওয়ার | ২০০৯– |
প্রতিরক্ষা | এ. কে. অ্যান্টনি | ২০০৯– |
বিদেশ | এস. এম. কৃষ্ণ | ২০০৯– |
অর্থ | প্রণব মুখোপাধ্যায় | ২০০৯– |
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প | সুবোধকান্ত সহায় | ২০০৯– |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ | গুলাম নবি আজাদ | ২০০৯– |
স্বরাষ্ট্র | পি. চিদম্বরম | ২০০৯– |
মানব সম্পদ উন্নয়ন | কপিল সিব্বল | ২০০৯– |
তথ্য ও সম্প্রচার | অম্বিকা সোনি | ২০০৯– |
শ্রম | মল্লিকার্জুন খাড়্গে | ২০০৯– |
আইন | এম. বীরাপ্পা মইলি | ২০০৯– |
খনি | বিজয়কৃষ্ণ হান্ডিক | ২০০৯– |
নতুন ও পুনরুৎপাদনযোগ্য শক্তি | ফারুক আবদুল্লা | ২০০৯– |
অনাবাসী ভারতীয় বিষয়ক | ভায়ালার রবি | ২০০৯– |
সংসদ বিষয়ক | পবন কুমার বনশল | ২০০৯– |
পেট্রোলিয়াম ও গ্যাস | মুরলি দেওরা | ২০০৯– |
শক্তি | সুশীল কুমার শিন্ডে | ২০০৯– |
রেল | মমতা বন্দ্যোপাধ্যায় | ২০০৯– |
গ্রামোন্নয়ন | সি. পি. জোশী | ২০০৯– |
জাহাজ, সড়ক পরিবহণ ও রাজপথ | জি. কে. ভাসান | ২০০৯– |
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন | মুকুল ওয়াসনিক | ২০০৯– |
বস্ত্র | দয়ানিধি মারান | ২০০৯– |
পর্যটন | কুমারী সেলজা | ২০০৯– |
আদিবাসী বিষয়ক | কান্তিলাল ভুরিয়া | ২০০৯– |
শূন্য | – |
দল অনুযায়ী সংযুক্ত প্রগতিশীল জোট ক্যাবিনেট
সূত্র: বিভিন্ন সংবাদসংস্থা[2][3][4][5]
নতুন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) ক্যাবিনেটে ৭৯ জন সদস্য রয়েছেন (প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও তার সহযোগী ৭৮ জন সদস্য)। মনমোহন সিংহ সহ ২০ জন ক্যাবিনেট মন্ত্রী ২০০৯ সালের ২২ মে এবং অপর ৫৯ জন ক্যাবিনেট মন্ত্রী ২০০৯ সালের ২৭ মে শপথ গ্রহণ করেন। এই মন্ত্রিসভার ৫ জন অ-কংগ্রেসি ক্যাবিনেট মন্ত্রী হলেন ডিএমকে'র দয়ানিধি মারান ও এম. কে. আঝাগিরি, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি'র শরদ পওয়ার ও ন্যাশানাল কনফারেন্সের ফারুক আবদুল্লা।
দল | ক্যাবিনেট মন্ত্রী | প্রতিমন্ত্রী | মোট সংখ্যা |
---|---|---|---|
ভারতীয় জাতীয় কংগ্রেস | ২৭ | ৩২ | ৫৯ |
দ্রাবিড় মুন্নেত্র কড়গম | ৩ | ৪ | ৭ |
তৃণমূল কংগ্রেস | ১ | ৬ | ৭ |
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | ১ | ২ | ৩ |
জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্স | 1 | 0 | 1 |
মুসলিম লিগ | ০ | ১ | ১ |
মোট | ৩৩ | ৪৫ | ৭৮ |
রাজ্য অনুযায়ী সংযুক্ত প্রগতিশীল জোট ক্যাবিনেট
রাজ্য | ক্যাবিনেট মন্ত্রী | প্রতিমন্ত্রী (স্বা) | প্রতিমন্ত্রী | মোট |
---|---|---|---|---|
মহারাষ্ট্র | ৫ | ২ | ২ | ৯ |
তামিলনাড়ু | ৫ | ০ | ৪ | ৯ |
পশ্চিমবঙ্গ | ২ | ০ | ৭ | ৯ |
কেরল | ২ | ০ | ৪ | ৬ |
অন্ধ্রপ্রদেশ | ১ | ১ | ৪ | ৬ |
মধ্যপ্রদেশ | — | — | — | ৪ |
কর্ণাটক | ৩ | ০ | ১ | ৪ |
বিহার | — | — | — | ৩ |
হিমাচল প্রদেশ | — | — | — | ২ |
মেঘালয় | — | — | — | ২ |
ঝাড়খণ্ড | — | — | — | ১ |
- প্রতিমন্ত্রী (স্বা) – স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
সদস্যদের মধ্যে পারিবারিক সম্পর্ক
একই পরিবার থেকে নির্বাচিত পঞ্চদশ লোকসভার সদস্যেরা হলেন:
- মাতা - পুত্র
- পিতা - পুত্র
- অজিত সিংহ - জয়ন্ত চৌধুরী
- এইচ ডি দেবেগৌড়া - এইচ ডি কুমারস্বামী
- মুলায়ম সিংহ যাদব - অখিলেশ যাদব
- শিশির অধিকারী - শুভেন্দু অধিকারী
- পিতা - কন্যা
- শরদ পওয়ার - সুপ্রিয়া সূলে
- শ্বশুর - জামাতা
- ফারুক আবদুল্লা - শচীন পাইলট
উপনির্বাচন
- ২০০৯ সালের নভেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ বব্বর উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে নির্বাচিত হন। উল্লেখ্য, সমাজবাদী পার্টি সাংসদ অখিলেশ যাদব তার কনৌজ আসনটি রেখে এই আসন থেকে পদত্যাগ করলে এখানে উপনির্বাচন হয়।[8]
আরও দেখুন
- পঞ্চদশ লোকসভার সদস্য তালিকা
পাদটীকা
- "Partywise Statistics" (পিডিএফ)। Election Commission of India। ২১ মে ২০০৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০০৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১।
- "59 new ministers inducted in Manmohan's cabinet, gone up to 79 | GroundReport"। ২৪ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 15 Jun. 2009। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১।
- "Southern States get a big share"। The Hindu। Chennai, India। ২৯ মে ২০০৯। ৩১ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১।
- Mishra, Sandeep (২৮ মে ২০০৯)। "Naveen ups the ante over state's share in PM team"। The Times Of India।
- "Raj Babbar wins in Firozabad, blow to Mulayam"। Indian Express। 10 November 2009। সংগ্রহের তারিখ 10 Nov. 2009। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- Lok Sabha website
- List of winning candidates ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ মে ২০০৯ তারিখে published by election commission of india on 17 May 2009.
- Tracking activity of MPs in Parliament
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.