পঞ্চতন্ত্র
পঞ্চতন্ত্র (সংস্কৃত: पञ्चतन्त्र) সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ যার রচয়িতা কবি বিষ্ণু শর্মা। তবে এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি পাওয়া যায় নি। নানা উপদেশমূলক গল্পের সংকলন এই গ্রন্থ । জীবনের পথের নানা উপদেশ এই গ্রন্থের নানা উপকথার মাধ্যমে তুলে ধরা হয়েছে। গ্রন্থটি পাঁচটি তন্ত্রে বিভক্ত বলেই নাম পঞ্চতন্ত্র। এগুলি হলো:
- মিত্রভেদম্ (বন্ধু বিচ্ছেদ)
- মিত্রপ্রাপ্তিকম্ (বন্ধুলাভ)
- কাকোলূকীয়ম্ (চিরশত্রুতা)
- লব্ধপ্রণাশম্ (পেয়ে হারানো)
- অপরীক্ষিতকারকম্ (হঠকারিতা)[2]
তথ্যসূত্র
- Johannes Hertel (1915), The Panchatantra : a collection of ancient Hindu tales in its oldest recension, the Kashmirian, entitled Tantrakhyayika, Harvard University Press, page 1
- ধর্মপাল, গৌরী (২০০৪)। মালশ্রীর পঞ্চতন্ত্র। কলকাতা: শিশু সাহিত্য সংসদ। আইএসবিএন 81-7955-015-X।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.