পচির আও আগাম জেলা

পচির আও আগাম (পশতু: پچير او اګام ولسوالۍ, ফার্সি: ولسوالی پچیر و اگام), অথবা পচির ওয়া আগাম, আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশের দক্ষিণপূর্বে অবস্থিত পাকিস্তান সীমান্তবর্তী একটি জেলা। ২০০২ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী জেলাটি জনসংখ্যা ছিল প্রায় ৩৯,২৮০ জন এর মত যার মধ্যে থেকে প্রায় ১৫,৭০০ জন এর মত ১২ বছরের কম বয়সী শিশু রয়েছে। বসবাসকারী সম্প্রদায় বলতে এখানকার প্রায় ১০০% পশতুন সম্প্রদায়ের লোকজন রয়েছে। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে পচির আও আগাম নামক গ্রাম।

পচির আও আগাম জেলা
Pachir Aw Agam District

پچير او اګام ولسوالۍ
জেলা
পচির আও আগাম জেলা, নঙ্গারহার প্রদেশ
পচির আও আগাম জেলা, নঙ্গারহার প্রদেশ
দেশ আফগানিস্তান
প্রদেশনঙ্গারহার প্রদেশ
রাজধানীপচির আও আগাম
জনসংখ্যা (২০০২[1])
  মোট৩৯,২৮০
সময় অঞ্চলআফগানিস্তান মান সময় (ইউটিসি+৪:৩০)

তথ্যসূত্র

  1. "MRRD Provincial profile for Nangarhar Province" (পিডিএফ)। ৪ মার্চ ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.