ন্যাটালি উড

ন্যাটালি উড (ইংরেজি: Natalie Wood; জন্ম: নাটালিয়া নিকলায়েভ্‌না জাখারেঙ্কো,[1][2] ২০ জুলাই ১৯৩৮ - ২৯ নভেম্বর ১৯৮১)[3] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন এবং সফল হলিউড অভিনেত্রী হয়ে ওঠেন। তিনি ২৫ বছর বয়সের পূর্বেই তিনটি একাডেমি পুরস্কারের মনোনীত হয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট, স্পেনডর ইন দ্য গ্রাস, রেবেল উইদাউট আ কজ, বব অ্যান্ড ক্যারল অ্যান্ড টেড অ্যান্ড অ্যালিস, দ্য সার্চার্সওয়েস্ট সাইড স্টোরি

১৯৭৯ সালে উড

উড চার বছর বয়সে অভিনয় শুরু করেন এবং আট বছয় বয়সেই তিনি ১৯৪৭ সালের ধ্রুপদী ক্রিসমাস চলচ্চিত্র মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট-এ মরিন ওহারার সাথে পার্শ্ব ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। কিশোরী বয়সে তিনি রেবেল উইদাউট আ কজ (১৯৫৫) ছবিতে তার প্রথম শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি সঙ্গীতধর্মী ওয়েস্ট সাইড স্টোরি (১৯৬১) ও জিপসি (১৯৬২) ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। তিনি স্প্লেনডর ইন দ্য গ্রাস (১৯৬১) ও লাভ উইথ দ্য প্রপার স্ট্রেঞ্জার (১৯৬৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও দুটি একাডেমি পুরস্কারে মনোনীত হন।

তথ্যসূত্র

  1. "Natalie Wood"জিনি ফ্যামিলি ট্রি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮
  2. ট্রুয়েক্স, লেসলি (২০১২)। Natalie Wood: A Biography (ইংরেজি ভাষায়)। হাইপারিংক ইনকরপোরেটেড। পৃষ্ঠা ৩২। আইএসবিএন 9781614646648। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮
  3. "'Natasha' - The Natalie Wood Story"সিবিএস নিউজ (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০০১। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.