নোয়াপতং ইউনিয়ন

নোয়াপতং বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত রোয়াংছড়ি উপজেলার একটি ইউনিয়ন

নোয়াপতং
ইউনিয়ন
৪নং নোয়াপতং ইউনিয়ন পরিষদ
নোয়াপতং
নোয়াপতং
বাংলাদেশে নোয়াপতং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৬′৪″ উত্তর ৯২°১৮′৪৯″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলারোয়াংছড়ি উপজেলা 
সরকার
  চেয়ারম্যানঅংথোয়াইচিং মার্মা
আয়তন
  মোট৭২.৫২ বর্গকিমি (২৮.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৪,৩৩৭
  জনঘনত্ব৬০/বর্গকিমি (১৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২৫.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬১০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

নোয়াপতং ইউনিয়নের আয়তন ১৭,৯২০ একর (৭২.৫২ বর্গ কিলোমিটার)।[1] এটি রোয়াংছড়ি উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াপতং ইউনিয়নের মোট জনসংখ্যা ৪,৩৩৭ জন। এর মধ্যে পুরুষ ২,২২৭ জন এবং মহিলা ২,১১০ জন। মোট পরিবার ১,০৬৯টি।[1]

অবস্থান ও সীমানা

রোয়াংছড়ি উপজেলার সর্ব-উত্তরে নোয়াপতং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার।[2] এ ইউনিয়নের পূর্বে আলেক্ষ্যং ইউনিয়ন, দক্ষিণে বান্দরবান সদর উপজেলার বান্দরবান সদর ইউনিয়নবান্দরবান পৌরসভা, পশ্চিমে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন এবং উত্তরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নবিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

নোয়াপতং ইউনিয়ন রোয়াংছড়ি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রোয়াংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এটি খক্ষ্যং, ম্রক্ষ্যংনোয়াপতং এ ৩টি মৌজায় বিভক্ত।[2]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[3]

ওয়ার্ড নং গ্রাম/পাড়ার নাম
১নং ওয়ার্ড কানাইজোপাড়া
২নং ওয়ার্ড অন্তহা তঞ্চঙ্গ্যাপাড়া, অন্তহা ত্রিপুরাপাড়া, অন্তহা বাজারপাড়া
৩নং ওয়ার্ড খায়াম্রং হেডম্যানপাড়া, খায়াম্রং নতুনপাড়া, সোনাআগাপাড়া, গংখাংপাড়া, শিলছড়িপাড়া
৪নং ওয়ার্ড নাছালংপাড়া, নাছালং তঞ্চঙ্গ্যাপাড়া, গুংক্ষ্যংপাড়া, বটাংপাড়া
৫নং ওয়ার্ড সোনাই সেপ্রুপাড়া, সোনাইপাড়া, ছপুশৈপাড়া
৬নং ওয়ার্ড বাঘমারা পূর্বপাড়া, বিঘ্নসেনপাড়া, ডলুছড়ি নিচেরপাড়া, ডলুছড়ি উপরপাড়া
৭নং ওয়ার্ড দোছড়িপাড়া, বাঘমারা ভিতরপাড়া
৮নং ওয়ার্ড খক্ষ্যং হেডম্যানপাড়া, ফলংক্ষ্যংপাড়া, তুইচাপাড়া, মহিলা কারবারীপাড়া, ক্রংলাইপাড়া
৯নং ওয়ার্ড থলিপাড়া, ঙারাইম্রাংপাড়া, জুটিয়াপাড়া, মণিরামপাড়া, বাওয়াপাড়া, মোগপাড়া

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াপতং ইউনিয়নের সাক্ষরতার হার ২৫.৮%।[1] এ ইউনিয়নে ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[4]
  • নোয়াপতং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • অন্তহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কানাইজোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ক্রংলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গংজক হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জুটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাছালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিঘ্নসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ম্রক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সোনাই সেপ্রুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

নোয়াপতং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রোয়াংছড়ি-নোয়াপতং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম চাঁদের গাড়ি।

খাল ও নদী

নোয়াপতং ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে নোয়াপতং খাল।[5]

হাট-বাজার

নোয়াপতং ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল অন্তহাপাড়া বাজার এবং কানাইজোপাড়া বাজার।[6]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: অংথোয়াইচিং মার্মা[7]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯
  2. "এক নজরে নোয়াপতং - নোয়াপতং ইউনিয়ন - নোয়াপতং ইউনিয়ন"nawapotongup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  3. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - নোয়াপতং ইউনিয়ন - নোয়াপতং ইউনিয়ন"nawapotongup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - নোয়াপতং ইউনিয়ন - নোয়াপতং ইউনিয়ন"nawapotongup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  5. "নোয়াপতং ইউনিয়নে ইতিহাস - নোয়াপতং ইউনিয়ন - নোয়াপতং ইউনিয়ন"nawapotongup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  6. "হাট বাজার - নোয়াপতং ইউনিয়ন - নোয়াপতং ইউনিয়ন"nawapotongup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.