নোভা (বাংলাদেশের ব্যান্ড)
নোভা বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড। এর প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ ফজল করিম।[1] ৮০'র দশকের শেষ ভাগে এই ব্যান্ডের আত্মপ্রকাশ। প্রথম অ্যালবামের নাম আহবান। অ্যালবমের আহবান গান টি তখন ব্যাপক জনপ্রিয়তা পায়। মাদক বিরোধী এই গান সে সময় সরকারের কাছ থেকে বিশেষ পুরস্কার লাভ করে। দ্বিতীয় অ্যালবামে স্থান পায় বেশ কয়েকটি বক্তব্যধর্মী গান। এর মধ্যে একটি ছিল রাজাকারের তালিকা চাই শীর্ষক গান। গান টি পিঙ্ক ফ্লয়েড এর বিখ্যাত গান অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল এর আদলে গাওয়া।
নোভা | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | হার্ড রক, সাইকেডেলিক রক, প্রোগ্রেসিভ রক |
কার্যকাল | ১৯৮৬ - বর্তমান |
সদস্যবৃন্দ | আহমেদ ফজল - ভোকাল, লীড গিটার অপু - কি বোর্ড নুর - Bass সুরেন - Guitar n Back-up Vocal. |
প্রাক্তন সদস্যবৃন্দ | Valo Tolo Moy Shakil Khan Charu Joy Rubel OPU Shree Imran Antony Samiul Mashooq Lukan |
অ্যালবাম
- "আহবান"(১৯৮৯)
- "রাজাকারের তালিকা চাই"
- "স্কুল পলাতক মেয়ে"
- "ভাইসো" ()
- "নোভা'৯৯ ()
- "ঠিকানা (নোভা অ্যালবাম) ()" (২০০২)
- "নোভার প্রত্যাবর্তন (Return of the Nova)" (2010)
সংকলন অ্যালবামগুলি
- "শক্তি"
- "ঘৃণা"
- " খমা"
- "শেষ দেখা"
- "ওরা এগারো জন (অ্যালবাম)) ওরা এগারো জন"
- "ব্যাথা"
তথ্যসূত্র
- "ঘরে ঘরে উৎসবে ব্যান্ড নোভা"। Dainik Destiny। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.