নেপাল জাতীয় মহিলা ক্রিকেট দল

নেপাল জাতীয় মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে নেপাল জাতীয় মহিলা ক্রিকেট দল হিসেবে নেপালের প্রতিনিধিত্ব করে। ২০০৭ সালে জুলাইয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল নারী টুর্নামেন্টন্টে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অভিষেক হয়।

নেপাল জাতীয় মহিলা ক্রিকেট দল
नेपाली महिला राष्ट्रीय क्रिकेट टोली
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোগো
সংঘনেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন
কর্মীবৃন্দ
অধিনায়করুবিনা ক্ষেত্রী
কোচবিনোদ দাস
ব্যবস্থাপকসঞ্জয় রাজ সিং
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (১৯৮৮)
আইসিসি অঞ্চলআইসিসি এশিয়া
আইসিসি র‍্যাংকিং বর্তমান[1] সেরা
টি২০আই ১৪তম ১৪তম
(২৭-ফেব্রু-২০১৯)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক থাইল্যান্ড
জোহর; ১২ জুলাই ২০০৭
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আই চীন
ব্যাংকক; ১২ জানুয়ারি ২০১৯
সর্বশেষ টি২০আই কুয়েত
ব্যাংকক; ২৭ ফেব্রুয়ারি ২০১৯
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[2] ১১ ৯/২
(০ টাই, ০ ফলাফল হয়নি)
বর্তমান বছর[3] ১১ ৯/২
(০ টাই, ০ ফলাফল হয়নি)
৩০ এপ্রিল ২০১৯ অনুযায়ী

টুর্নামেন্ট ইতিহাস

এশিয়ান গেমস

বর্তমান দল

নাম বয়স ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন
অধিনায়ক এবং অল-রাউন্ডার
রুবিনা ক্ষেত্রী২৯ডান হাতের ব্যাটসম্যানডানহাতি মিডিয়াম
সহ-অধিনায়ক ও উইকেট-রক্ষক
মমতা থাপা৩১ডান হাতের ব্যাটসম্যানডানহাতি মিডিয়াম
ওপেনিং ব্যাটার ও উইকেট-রক্ষক
জ্যোতি পান্ডে২৬ডান হাতের ব্যাটার
ওপেনিং ব্যাটসম্যান
শোভা আলে৩৩ডান হাতের ব্যাটসম্যানডানহাতি মিডিয়াম
কাজল শ্রেষ্ঠ২৩
মিডল অর্ডার ব্যাটসম্যান
মমতা চৌধুরী২৪ডান হাতের ব্যাটসম্যান
ইন্দু বর্মা২৫ডান হাতের ব্যাটসম্যানডানহাতি মিডিয়াম
সরস্বতী চৌধুরী২৬ডান হাতের ব্যাটসম্যান
অঞ্জলি চাঁদ২৭ডান হাতের ব্যাটসম্যানবাম হাতি মিডিয়াম
তৃষ্ণা সিং৩০ডান হাতের ব্যাটসম্যান
অল-রাউন্ডার
সারিতা মগর৩০ডান হাতের ব্যাটসম্যানডানহাতি মিডিয়াম-ফাস্ট
সীতা রানা মগর৩১বাম হাতের ব্যাটসম্যানবামহাতি মিডিয়াম-ফাস্ট
ন্যারি থাপা৩০বাম হাতের ব্যাটসম্যানবামহাতি ফাস্ট-মিডিয়াম
বোলার
করুণা ভাণ্ডারী৩৪ডান হাতের ব্যাটসম্যানডান হাতি অফব্রেক
সোনু খড়কা২৮ডান হাতের ব্যাটসম্যানবামহাতি ফাস্ট-মিডিয়াম
রেখা রাওয়াল৩১ডান হাতের ব্যাটসম্যানবাম হাতি মিডিয়াম

তথ্যসূত্র

  1. "Women's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
  2. "Records / Women's Twenty20 Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  3. "Records / 2023 / Women's Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.