নেত্রকোণা-৪
নেত্রকোণা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নেত্রকোণা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬০নং আসন।
নেত্রকোণা-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নেত্রকোণা জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার | ২,৯৮,২০৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | রেবেকা মমিন |
সীমানা
নেত্রকোণা-৪ আসনটি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা, খালিয়াজুড়ি উপজেলা ও মদন উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রেবেকা মমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[4]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: নেত্রকোণা-৪[5][6] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | রেবেকা মমিন | ১,০৮,৭২৫ | ৫৩.৩ | +৫.০ | ||
স্বতন্ত্র | লুৎফুজ্জামান বাবর | ৯১,৯৯৪ | ৪৫.১ | প্র/না | ||
বিএনপি | সৈয়দ আতাউল হক | ৩,১০৫ | ১.৫ | -৪৯.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৭৩১ | ৮.২ | +৬.০ | |||
ভোটার উপস্থিতি | ২,০৩,৮২৪ | ৮৭.১ | +১০.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: নেত্রকোণা-৪[7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | লুৎফুজ্জামান বাবর | ৮৮,৬৫১ | ৫০.৫ | +১১.০ | ||
আওয়ামী লীগ | আবদুল মোমিন | ৮৪,৮০০ | ৪৮.৩ | -২.৭ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | দেওয়ান শাহজাহান ইয়ার চৌধুরী | ২,১৬৯ | ১.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৮৫১ | ২.২ | -৯.২ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৫,৬৫০ | ৭৬.৭ | -২.৬ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নেত্রকোণা-৪[7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবদুল মোমিন | ৭০,৬৩০ | ৫১.০ | +৭.০ | ||
বিএনপি | লুৎফুজ্জামান বাবর | ৫৪,৭৯৫ | ৩৯.৫ | -১১.০ | ||
জাতীয় পার্টি | মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু | ৮,১৬০ | ৫.৯ | +৪.২ | ||
জামায়াতে ইসলামী | শাহজাহান আব্দুল্লাহ | ৩,৪৫০ | ২.৫ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | পীযূষ কান্তি তালুকদার | ৬০৩ | ০.৪ | -২.২ | ||
জাসদ (রব) | রোকশানা কানিজ | ২৭৬ | ০.২ | -০.৩ | ||
বিকেএ | মোঃ গয়েস আলী | ২৬৫ | ০.২ | প্র/না | ||
Social Democratic Party | মোঃ আব্দুল মমিন | ২২২ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ রাজুল হোসাইন | ১৭৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৮৩৫ | ১১.৪ | +৪.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৮,৫৭৪ | ৭৯.৩ | +২২.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: নেত্রকোণা-৪[7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | লুৎফুজ্জামান বাবর | ৬১,২৩৩ | ৫০.৫ | |||
আওয়ামী লীগ | আবদুল মোমিন | ৫৩,৩৩৮ | ৪৪.০ | |||
কমিউনিস্ট পার্টি | বাজরা গোপাল সরকার | ৩,১৯১ | ২.৬ | |||
জাতীয় পার্টি | শামসুল হক মাহবুব | ২,০২৭ | ১.৭ | |||
জাকের পার্টি | মোঃ বজলুর রহমান খান | ৭১০ | ০.৬ | |||
জাসদ (রব) | গোলাম এরশাদুর রহমান | ৬৪৭ | ০.৫ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৮৯৫ | ৬.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,২১,১৪৬ | ৫৭.০ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.