নেত্রকোণা-৪

নেত্রকোণা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নেত্রকোণা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬০নং আসন।

নেত্রকোণা-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানেত্রকোণা জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
মোট ভোটার২,৯৮,২০৮ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদরেবেকা মমিন

সীমানা

নেত্রকোণা-৪ আসনটি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা, খালিয়াজুড়ি উপজেলামদন উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ জুবেদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৮৮ আলী উছমান খান জাতীয় পার্টি[3]
১৯৯১ লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আবদুল মোমিন বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ রেবেকা মমিন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ রেবেকা মমিন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ রেবেকা মমিন বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রেবেকা মমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[4]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: নেত্রকোণা-৪[5][6]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রেবেকা মমিন ১,০৮,৭২৫ ৫৩.৩ +৫.০
স্বতন্ত্র লুৎফুজ্জামান বাবর ৯১,৯৯৪ ৪৫.১ প্র/না
বিএনপি সৈয়দ আতাউল হক ৩,১০৫ ১.৫ -৪৯.০
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৭৩১ ৮.২ +৬.০
ভোটার উপস্থিতি ২,০৩,৮২৪ ৮৭.১ +১০.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নেত্রকোণা-৪[7]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি লুৎফুজ্জামান বাবর ৮৮,৬৫১ ৫০.৫ +১১.০
আওয়ামী লীগ আবদুল মোমিন ৮৪,৮০০ ৪৮.৩ -২.৭
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট দেওয়ান শাহজাহান ইয়ার চৌধুরী ২,১৬৯ ১.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,৮৫১ ২.২ -৯.২
ভোটার উপস্থিতি ১,৭৫,৬৫০ ৭৬.৭ -২.৬
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নেত্রকোণা-৪[7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবদুল মোমিন ৭০,৬৩০ ৫১.০ +৭.০
বিএনপি লুৎফুজ্জামান বাবর ৫৪,৭৯৫ ৩৯.৫ -১১.০
জাতীয় পার্টি মোঃ সিরাজুল ইসলাম বাচ্চু ৮,১৬০ ৫.৯ +৪.২
জামায়াতে ইসলামী শাহজাহান আব্দুল্লাহ ৩,৪৫০ ২.৫ প্র/না
কমিউনিস্ট পার্টি পীযূষ কান্তি তালুকদার ৬০৩ ০.৪ -২.২
জাসদ (রব) রোকশানা কানিজ ২৭৬ ০.২ -০.৩
বিকেএ মোঃ গয়েস আলী ২৬৫ ০.২ প্র/না
Social Democratic Party মোঃ আব্দুল মমিন ২২২ ০.২ প্র/না
স্বতন্ত্র মোঃ রাজুল হোসাইন ১৭৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৫,৮৩৫ ১১.৪ +৪.৯
ভোটার উপস্থিতি ১,৩৮,৫৭৪ ৭৯.৩ +২২.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: নেত্রকোণা-৪[7]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি লুৎফুজ্জামান বাবর ৬১,২৩৩ ৫০.৫
আওয়ামী লীগ আবদুল মোমিন ৫৩,৩৩৮ ৪৪.০
কমিউনিস্ট পার্টি বাজরা গোপাল সরকার ৩,১৯১ ২.৬
জাতীয় পার্টি শামসুল হক মাহবুব ২,০২৭ ১.৭
জাকের পার্টি মোঃ বজলুর রহমান খান ৭১০ ০.৬
জাসদ (রব) গোলাম এরশাদুর রহমান ৬৪৭ ০.৫
সংখ্যাগরিষ্ঠতা ৭,৮৯৫ ৬.৫
ভোটার উপস্থিতি ১,২১,১৪৬ ৫৭.০
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  5. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  6. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  7. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  8. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.