নেত্রকোণা-১
নেত্রকোণা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নেত্রকোণা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৭নং আসন।
নেত্রকোণা-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নেত্রকোণা জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার | ৩,৫৩,০৮৩ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মানু মজুমদার |
সীমানা
নেত্রকোণা-১ আসনটি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: নেত্রকোণা-১[5][6] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ছবি বিশ্বাস | ৫৩,৪৯৬ | ৫১.৩ | -৯.২ | |
স্বতন্ত্র | শাহ কুতুব উদ্দিন তালূকদার | ৩১,৭১০ | ৩০.৪ | প্র/না | |
স্বতন্ত্র | মুস্তাক আহমেদ রুহি | ১৭,৬৬৫ | ১৬.৯ | প্র/না | |
জাতীয় পার্টি | মো: আনোয়ার হোসেন খান | ১,৩৮১ | ১.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৭৮৬ | ২০.৯ | -২.২ | ||
ভোটার উপস্থিতি | ১,০৪,২৫২ | ৩৪.৭ | -৪৮.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: নেত্রকোণা-১[7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মুস্তাক আহমেদ রুহি | ১,৩২,৯৭৭ | ৬০.৫ | +১৪.৮ | ||
বিএনপি | কায়সার কামাল | ৮২,৩২২ | ৩৭.৫ | -১৪.৮ | ||
কমিউনিস্ট পার্টি | মো: সিদ্দিকুর রহমান | ৪,৩৫৫ | ২.০ | +০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫০,৬৫৫ | ২৩.১ | +১৬.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,১৯,৬৫৪ | ৮২.৮ | +৪.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: নেত্রকোণা-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আব্দুল করিম আব্বাসী | ১,০৩,০৫৯ | ৫২.৩ | +১৫.৪ | ||
আওয়ামী লীগ | জালাল উদ্দিন তালুকদার | ৯০,০৩১ | ৪৫.৭ | +৫.৭ | ||
কমিউনিস্ট পার্টি | দিবালক সিনহা | ৩,৪৯৩ | ১.৮ | +০.৬ | ||
কেএসজেএল | এ কে আজাদ | ৪৫৫ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,০২৮ | ৬.৬ | +৩.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৭,০৩৮ | ৭৮.২ | +৪.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নেত্রকোণা-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | জালাল উদ্দিন তালুকদার | ৫৯,৫৭৪ | ৪০.০ | +৩.১ | ||
বিএনপি | আব্দুল করিম আব্বাসী | ৫৫,০২৭ | ৩৬.৯ | -০.৪ | ||
জাতীয় পার্টি | গোলাম রব্বানী | ২৯,১১৫ | ১৯.৫ | -২.২ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল কাদির | ২,৭৭২ | ১.৯ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | দিবালক সিনহা | ১,৭২৮ | ১.২ | -২.৬ | ||
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন | মোহাম্মদ সামসুল হুদা | ৫৯২ | ০.৪ | প্র/না | ||
জাকের পার্টি | এবাদত আলী | ২৬৫ | ০.২ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৫৪৭ | ৩.১ | +২.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৯,০৭৩ | ৭৪.২ | +২৫.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: নেত্রকোণা-১[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আব্দুল করিম আব্বাসী | ৩৮,৪৩৭ | ৩৭.৩ | |||
আওয়ামী লীগ | জালাল উদ্দিন তালুকদার | ৩৮,০২৩ | ৩৬.৯ | |||
জাতীয় পার্টি | গোলাম রব্বানী | ২২,৩৯৬ | ২১.৭ | |||
কমিউনিস্ট পার্টি | ছবি বিশ্বাস | ৩,৯১৮ | ৩.৮ | |||
জাকের পার্টি | এবাদত আলী | ৩৩৭ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১৪ | ০.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৩,১১১ | ৪৮.৯ | ||||
থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Netrokona-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Netrokona-1"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.