নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। ১৯৮৬ সালের এপ্রিল মাসে সরকারিভাবে ঘোষিত হয় এই জাতীয় উদ্যান।[1]
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
অবস্থান | কালিম্পং জেলা, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | কালিম্পং |
স্থানাঙ্ক | ২৭°০৪′ উত্তর ৮৮°৪২′ পূর্ব |
আয়তন | ৮৮ বর্গকিলোমিটার (৩৪ বর্গমাইল) |
স্থাপিত | ১৯৮৬ |
কর্তৃপক্ষ | ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার |
পর্যটন
জীববৈচিত্র্য
এই জাতীয় উদ্যানে খয়ের, শিশু, শিরীষ প্রভৃতি বৃক্ষ দেখা যায়।
প্রাণীর ভেতরে দেখা যায় বাংলা বাঘ, চিতাবাঘ, বনবিড়াল ও কালো ভাল্লুক, কাঠবিড়ালি, লাল পাণ্ডা, দেশি বনরুই, সম্বর হরিণ, গোরাল, বন ছাগল বিভিন্ন প্রজাতির পাখি ইত্যাদি।[1]
তথ্যসূত্র
- কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১৩৯-১৪০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.