নুশকি জেলা
নুশকি জেলা (উর্দু: ضلع نوشکی) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি জেলা। নুশকি জেলার প্রশাসন ১৮৯৬ সালে ভারত সরকারের কর্তৃক কালাত খানের কাছ থেকে গ্রহণ করা হয় এবং ১৮৯৯ সালে একটি চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে তার কাছ থেকে ভাড়া দেওয়া হয়েছিল।
নুশকি জেলা Nushki District | |
---|---|
জেলা | |
![]() নুশকি জেলার মানচিত্র | |
দেশ | ![]() |
প্রদেশ | বেলুচিস্তান |
বিভাগ | কোয়েটা বিভাগ |
রাজধানী | নুশকি |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ১,৭৮,৭৯৬ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ১ |
প্রশাসন
নুশকি জেলা প্রশাসনিকভাবে নিম্নোক্ত তহসিলগুলিতে নিয়ে গঠিত হয়েছে:
- নুশকি
জনসংখ্যার উপাত্ত
১৯৯৮ সালের আদমশুমারী অনুযায়ী নুশকি (তখন চাগাই জেলার একটি উপবিভাগ ছিল) মোট জনসংখ্যা ছিল প্রায় ৯৮,০০০ জন এর মত। ১৯৯৮ সালের আদমশুমারির পরিসংখ্যান অনুসারে, জনসংখ্যার প্রায় ৯২% জনগোষ্ঠী তাদের মাতৃভাষা হিসেবে বেলুচি ভাষায় কথা বলে থাকে,[2] এছাড়াও অন্যান্য ৪.৮% পশতু ভাষায় কথা বলে থাকে। নিম্নলিখিত উপজাতিগুলি জেলাটিতে বসবাস করে থাকেন:
- মংগল
- বদিনি
- জামালদিনি
- মোহাম্মদ হাসানী
- সসোলি
- সৈয়দ
- বারেক
- ম্যান্দাই
- পিরকানি
- সরপরা
- সুমলানি
- রোদেনি
- জালানজাই
- সিয়াপদ
- শেরানী
- সঞ্জরানী
- হাসানজাই
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- 1998 Census report, পৃ. 84।
গ্রন্থপঞ্জি
- District Gazetteer 1905
- 1998 District census report of Chagai। Census publication। 38। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)
উইকিমিডিয়া কমন্সে নুশকি জেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.