নুরুল ইসলাম মনি

নুরুল ইসলাম মনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিন বার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[1][2] ২০১৯ সালের একাদশ সাধারণ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী মনোনীত হন।[3][4][5]

নুরুল ইসলাম মনি
৭ম জাতীয় আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-03-25) মার্চ ২৫, ১৯৫২
বরগুনা, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
শিক্ষাস্নাতকোত্তর
পেশারাজনীতি
ধর্মইসলাম

জন্ম ও শৈশব

নুরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে ফার্স্ট ক্লাস সহ পাস করেন।

রাজনৈতিক জীবন

নুরুল ইসলাম মনি ১৯৮৮ সালের ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে সংসদ ভেঙে যায়। পরে ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম মনি আবারো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি সে নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচনের পর তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর তিনি বরগুনা জেলা বিএনপির সভাপতিও নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারির ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[2]

সমালোচনা

২০০৭ সালে বরগুনা জেলা আদালত তাকে গ্রাফট মামলায় ১৪ বছরের কারাদন্ড দিয়েছিল।[6]

তথ্যসূত্র

  1. "বরগুনা-২ : তৃণমূলের আস্থা মাহবুবে, মনির পক্ষে অতীত রেকর্ড"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৮
  2. "বরগুনা-২: বিএনপির মনোনয়ন পেলেন নুরুল ইসলাম মনি"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৮
  3. "বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি"www.jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৮
  4. "বরগুনা ২ বিএনপির মনোনয়ন পেলেন নুরুল ইসলাম মনি"www.dailykalbela.com। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৮
  5. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চূড়ান্ত মনোনয়নে বিএনপির ২০৬ প্রার্থীর নাম ঘোষণা"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৮
  6. "Ex-BNP MP Moni, his brother sent to jail"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-২৯। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.