নুপিডিয়া

নুপিডিয়া (ইংরেজি: Nupedia) ছিল ইংরেজি ভাষায় ওয়েব ভিত্তিক একটি ইন্টারনেট বিশ্বকোষ যার নিবন্ধ সমুহ মুক্ত কন্টেন্ট লাইসেন্সের আওতায় উপযুক্ত বিষয়ে দক্ষ স্বেচ্ছাসেবী অবদানকারী কর্তৃক লিখিত এবং বিশেষজ্ঞ সম্পাদকদের দ্বারা পর্যালোচনার পর প্রকাশিত হতো। এর প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, পরিচালনায় বোমিস ও প্রধান সম্পাদকের ভূমিকায় ছিলেন ল্যারি স্যাঙ্গার। নুপিডিয়া মার্চ ২০০০ সাল থেকে[1] সেপ্টেম্বর ২০০৩ সাল পর্যন্ত কার্যকর ছিল। যদিও এটিকে উইকিপিডিয়ার পূর্বসূরী মনে করা হলেও উইকিপিডিয়ার মতো এখানে লাইভ সম্পাদনার সুবিধা ছিলনা, নুপিডিয়ায় নিবন্ধের বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্যে সাত-স্তরের অনুমোদন প্রক্রিয়া নীতি অনুসৃত হতো। নুপিডিয়ার নিয়ম-নীতি ছিল একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পূর্বপরিকল্পিত, যার ফলে এর শুরুর প্রথম বছরে মাত্র ২১টি অনুমোদিত নিবন্ধ ছিল; সে তুলনায় উইকিপিডিয়ায় প্রথম মাসে দুইশো নিবন্ধ এবং বছরে ছিল ১৮ হাজার।[2]

নুপিডিয়া
Nupedia
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প
উপলব্ধইংরেজি, জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালীয়
মালিকবোমিস
প্রস্তুতকারকজিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার
বর্তমান অবস্থাঅকার্যকর সেপ্টেম্বর ২০০৩ থেকে; উত্তরসূরী উইকিপিডিয়া
নুপিডিয়ার মুল এইচটিএমেল লোগো

ইতিহাস

১৯৯৯ সালের শেষের দিকে ওয়েলেস সেচ্ছাসেবীদের মাধ্যমে তৈরিযোগ্য একটি অনলাইন বিশ্বকোষের বিষয়ে মনোস্থির করেন। ২০০০ সালের জানুয়ারিতে তিনি ল্যারি স্যাঙ্গারকে এটির বাস্তবায়নের বিষয়ে প্রস্তুতির কথা বলেন।[1] এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনলাইনে অভিযাত্রা শুরু করে মার্চ ৯, ২০০০ সালে।[3] এবং সর্বশেষ নভেম্বর, ২০০০ সালে দুটি পরিপূর্ণ নিবন্ধ প্রকাশ সম্ভব হয়।[4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Poe, Marshall (সেপ্টেম্বর ২০০৬)। "The Hive"The Atlantic। সংগ্রহের তারিখ জানুয়ারি ১, ২০০৭
  2. Sanger, Larry (এপ্রিল ১৮, ২০০৫)। "The Early History of Nupedia and Wikipedia: A Memoir"Slashdot। সংগ্রহের তারিখ মে ২৬, ২০১২
  3. Gouthro, Liane (মার্চ ১০, ২০০০)। "Building the world's biggest encyclopedia"PC World। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০০৮
  4. Frauenfelder, Mark (নভেম্বর ২১, ২০০০)। "The next generation of online encyclopedias"The Industry Standard/CNN। ফেব্রুয়ারি ১৬, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১৫

আরো পড়ুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.