নুট

নুট মিশরীয় পুরাণের আকাশ দেবী।[2] তাঁর নামের অর্থ রাত্রি এবং তাঁকে মিশরীয় সর্বদেবতার মন্দিরের মধ্যে প্রাচীনতম দেবীদের একজন বিবেচনা করা হয়।[3] হিলিয়াপলিসের সৃষ্টির ইতিহাস থেকে তাঁর উদ্ভবের আসল স্থান খুঁজে পাওয়া যায়। নুট এবং পৃথিবীর দেবতা গেব জন্ম দেন ওসাইরিস, আইসিস, সেত এবং নেপথিসের। নুটকে প্রথম দিকে শুধুমাত্র দিনের আকাশের দেবী মনে করা হত, পরবর্তীতে মিশরীয়দের ধর্ম-বিশ্বাসের বিবর্তনের ধারায় নুট আকাশের সর্বক্ষণের দেবীতে পরিণত হন। মিশরীয় পুরাণ অনুসারে নুট তাঁর পিঠ দিয়ে পুরো আকাশ ধরে রেখেছেন। নুট-এর গায়ের রং নীল আর পুরো শরীর তারা খচিত।

নুট
আকাশের দেবী
বায়ুদেবতা শু এবং ভেড়ার মুখবশিষ্ট হেঃ দেবতাদের দ্বারা স্থিতিশীল আকাশ-দেবী নুট। পৃথিবীর দেবতা গেব নিচে শুয়ে আছেন।
চিত্রলিপি

[1]
সঙ্গীগেব

তথ্যসূত্র

  1. The hieroglyphics (top right) spell nwt or nut. Egyptians never wrote Nuit. (Collier and Manley p. 155) The determinative hieroglyph is for 'sky' or 'heaven', the sky (hieroglyph).
  2. Mythology, An Illustrated Encyclopedia of the Principal Myths and Religions of the World, by Richard Cavendish আইএসবিএন ১-৮৪০৫৬-০৭০-৩, 1998
  3. The Oxford Encyclopedia of Ancient Egypt, by Leonard H. Lesko, 2001
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.