নীলাম জেলা
নীলাম জেলা[1] (এছাড়াও বানান করা হয়ে থাকে নীলম; উর্দু: وادیِ نیلم), পাকিস্তানের আজাদ কাশ্মিরের উত্তর অঞ্চলে অবস্থিত একটি জেলা। জেলাটিতে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে নীলাম উপত্যকা। ২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১,৯১,০০০ জন এর মত।[2] ২০০৫-এর কাশ্মীর ভূমিকম্প মারাত্মকভাবে খারাপ অবস্থায় পড়েছিল জেলাটি।[3]
নীলাম জেলা ضلع وادی نیلم Neelam District | |
---|---|
জেলা | |
![]() নীলম উপত্যকায় সবুজ অরণ্যের প্রাধান্য রয়েছে | |
![]() ![]() নীলাম জেলা ![]() ![]() নীলাম জেলা | |
স্থানাঙ্ক: ৩৪.৫৮৯১° উত্তর ৭৩.৯১০৬° পূর্ব | |
দেশ | ![]() |
এলাকা | ![]() |
সদর দপ্তর | আথমুকাম |
আয়তন[1] | |
• মোট | ৩,৬২১ বর্গকিমি (১,৩৯৮ বর্গমাইল) |
জনসংখ্যা (2017)[2] | |
• মোট | ১,৯১,২৫১ |
• জনঘনত্ব | ৫৩/বর্গকিমি (১৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | PST (ইউটিসি+5) |
তেহসিলের সংখ্যা | 2 (আথমুকাম, শারদা) |
প্রশাসন
২০০৫ সাল পর্যন্ত মুজাফফারাবাদ জেলা নীলাম জেলার অংশ ছিল।[4] এখানে ২টি তহসিল নিয় গঠিত হয়েছে: একটি হচ্ছে আথমুকাম জেলাটির প্রধান সদরদপ্তর এবং অপরটি সারদা। অঞ্চল অনুযায়ী নীলাম জেলা হচ্ছে আজাদ কাশ্মীরের বৃহত্তর জেলা। উপত্যকাটি প্রায় ২০০ কিলোমিটার নীলাম নদী বরাবর বিস্তৃতি লাভ করে গঠিত হয়েছে।
চিত্রমালা
- নীলাম নদীর ডানদিকে ভারতীয় রাজ্যে জম্মু ও কাশ্মীর থেকে বামে আজাদ কাশ্মিরকে বিভক্ত করে গঠিত হয়েছে।
- নীলাম নদী, কাশ্মীর
- ডোয়ারিয়ান, নীলাম উপত্যকা
- তাওবাদ, আজাদ কাশ্মীর, পাকিস্তান
তথ্যসূত্র
- AJK at a glance 2015 (পিডিএফ) (প্রতিবেদন)। পৃষ্ঠা 22।
-
- "Census 2017: AJK population rises to over 4m"। The Nation (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-২৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০১।
- "rmc.org.pk - Earthquake Map"। ২১ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯।
- Akhtar ও Rehman 2007, পৃ. 65।
বহিঃসংযোগ
- Premier Tour Operator of Neelum Valley
- Neelum Valley Tour
- Attractions and Places to visit in Neelum Valley
![](../I/Commons-logo.svg.png.webp)
উইকিমিডিয়া কমন্সে নীলাম জেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.