নীলাঞ্জনা শর্মা

নীলাঞ্জনা শর্মা একজন ভারতীয় অভিনেত্রী। [1] হিপ হিপ হুরে শোতে তিনি মোনার চরিত্রে অভিনয় করেছিলেন।প্রথম সিনেমা স্বপ্নের ফেরিওয়ালা পরিচালক সুব্রত সেন । তিনি ইংরেজি সাহিত্যের স্নাতক করেছেন। তিনি টেলিভিশন সিরিয়াল তোমায় আমায় মিলে পরিচালনা করছেন। [2][3]

নীলাঞ্জনা শর্মা
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০০–বর্তমান
দাম্পত্য সঙ্গীযীশু সেনগুপ্ত

তিনি অঞ্জনা ভৌমিক মেয়ে। তাঁর ছোট বোন চন্দনা শর্মা একজন অভিনেত্রী। তিনি বাঙালি অভিনেতাযীশু সেনগুপ্ত সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁদের দুটি কন্যা রয়েছে তাদের নাম সারা ও জারা রয়েছে।

টেলিভিষন ধারাবাহিক

চলচ্চিত্র

  • স্বপ্নের ফেরিওয়ালা (২০০৩)
  • তিন একে তিন (২০০৬)
  • আমার (২০০৭)

পুরস্কার

বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ অভিনেত্রীর পুরস্কার স্বপ্নের ফেরিওয়ালা জন্য।

তথ্যসূত্র

  1. "NILANJANA SHARMA: Film Database - CITWF"। www.citwf.com। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮
  2. "Nilanjana Sharma"। www.screenindia.com। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮
  3. "Screen The Business Of Entertainment-Television-Cover Story"। www.screenindia.com। ৩০ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.