নীলাচলে কিরীটী

নীলাচলে কিরীটী হল একটি বাংলা রহস্যকাহিনী মূলক চলচ্চিত্র। এটি ২০১৮ সালে অনিন্দ্য বিকাশ দত্তের পরিচালনায় ও রূপা দত্তের প্রযোজনায় প্রকাশিত হয়। সাহিত্যিক নীহার রঞ্জন গুপ্তের গোয়েন্দা কিরীটী রায়ের কাহিনী বসন্ত রজনী অবলম্বনে[1] ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটিড নির্মিত এই ছবিতে কিরীটী রায়ের ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত[2]

নীলাচলে কিরীটী
নীলাচলে কিরীটী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅনিন্দ্য বিকাশ দত্ত
প্রযোজকরুপা দত্ত
প্রযোজনা
কোম্পানি
ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড
মুক্তি২০১৮

কাহিনী

মধুচন্দ্রিমাতে স্ত্রী কৃষ্ণার সাথে পুরীতে এসে রহস্যে জড়িয়ে পড়ে কিরীটী রায়। পুলিশ এখানে একটি হোটেলের বেয়ারার মৃতদেহ আবিষ্কার করে। সেই হোটেলে তদন্তে গিয়ে কিরীটী জানতে পারে হোটেলের নিয়মিত অতিথি কালী সরকার নিখোঁজ। কালী আবার কিরীটীর ছোটবেলার বন্ধু। সুতরাং এই রহস্য সমাধানের ভার নেয় সে। হোটেল মালিক হরিত সান্যাল ও তার স্ত্রী রুনার রহস্যময় আচরণ কিরীটীকে সন্ধিগ্ধ করে তোলে। সে বুঝতে পারে বেয়ারার খুন ও কালী সরকার হত্যা একই সূত্রে বাঁধা।

অভিনয়

তথ্যসূত্র

  1. "সমুদ্রতটে কিরীটী"anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১০
  2. "Nilacholey Kiriti Movie Review {3.5/5}: Critic Review of Nilacholey Kiriti by Times of India"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.