নীলমণি ফুকন (জ্যেষ্ঠ)

নীলমণি ফুকন (ইংরেজি: Nilmoni Phukan) অসমের একজন বিখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ, সুবক্তা, কবি, কথা সাহিত্যিক, সম্পাদক ও ব্যবসায়িক। তার রচিত কবিতাসমূহে রহস্য সন্ধানী ভাবের পরিচয় ঘটার সাথে মানব প্রেম ও সৌন্দর্য অনুভূতির প্রকাশ দেখা যায়। তার প্রায় ভাগ কবিতাই ছিল সনেট

নীলমণি ফুকন (জ্যেষ্ঠ)
জন্ম২২জুন ১৮৮০
মৃত্যু১৯৭৮
পেশাসাহিত্যিক, রাজনীতিবিদ, সুবক্তা, কবি, কথা-সাহিত্যক, সম্পাদক ও ব্যবসায়ী

জন্ম

১৮৮০ সনের ২২জুন অসমের ডিব্রুগড় জেলায় নীলমণি ফুকনের জন্ম হয়।[1] তার পিতার নাম লম্বোদর ফুকন ও মাতার নাম চন্দ্রাবলী।

শিক্ষা

নীলমণি ফুকন গুয়াহাটির কটন কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন। ১৯০৭ সনে কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে বি.এ ডিগ্রী লাভ করেন। তিনি আইনের অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও অসমাপ্ত অবস্থায় ছেড়ে দেন।[2]

কর্মজীবন

১৯১১-২৫ সন পর্যন্ত ডিব্রুগড়ের জর্জ ইন্সটিটিউড এর প্রধান শিক্ষক রুপে কার্যনির্বাহ করেন।

সম্মান

মৃত্যু

১৯৭৮ সনে নীলমণি ফুকনের মৃত্যু হয়।

তথ্যসূত্র

  1. Mohan B. Daryanani (১৯৯৯)। Who's who on Indian stamps। Mohan B. Daryanani। আইএসবিএন 978-84-931101-0-9। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩
  2. Himmat – Volume 16 – Page 73। ১৯৮০। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩
  3. ১৯১৭ চনর পরা অসম সাহিত্য সভার সভাপতিসকলর তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ৱেবছাইট, আহরণ: ১৮ নৱেম্বর, ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.