নিশিতা গোস্বামী

নিশিতা গোস্বামী (ইংরেজি: Nishita Goswami; অসমীয়া: নিশিতা গোস্বামী) অসমের চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। অসমের গুয়াহাটি নগরে তার জন্ম। তার পিতার নাম প্রদীপ গোস্বামী ও মাতার নাম মলয়া গোস্বামী[2] মাতা মলয়া গোস্বামী ছিলেন একজন জনপ্রিয় অসমীয়া অভিনেত্রী। নিশিতা গোস্বামী তার মা থেকেই চলচ্চিত্র জগতে অভিনয় করার সুযোগ পায়। তিনি অসমের বিভিন্ন ভ্রাম্যমাণ থিয়েটারেও অভিনয় করেছেন। মাত্র ছয় বৎসর বয়সে রাতি ফুলা ফুল নামক অসমীয়া চলচ্চিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। বর্তমানে তিনি অনেক অসমীয়া চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের সমাদর লাভ করিতে সক্ষম হয়েছেন। এমনকি অসমের বিভিন্ন ম্যাগাজিনে তার আলোকচিত্র শীর্ষস্থান প্রাপ্ত করেছে।

নিশিতা গোস্বামী
নিশিতা গোস্বামী
জন্ম (1983-10-19) অক্টোবর ১৯, ১৯৮৩
অন্যান্য নামচিতলী[1]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০০-বর্তমান
দাম্পত্য সঙ্গীচয়ন চক্রবর্তী
পিতা-মাতাপ্রদীপ গোস্বামী (পিতা)
মলয়া গোস্বামী (মাতা)

অভিনীত চলচ্চিত্র

তথ্যসূত্র

  1. "Nishita Goswami"। Easternpanorama.in। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০
  2. "Nishita Goswami - Biography, Profile, Photo, Wallpaper of the hot Assamese Actress"। Assam Journal। ২০১২-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.