নীলফামারী সদর উপজেলা

নীলফামারী সদর বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা

নীলফামারী সদর
উপজেলা
নীলফামারী সদর
নীলফামারী সদর
বাংলাদেশে নীলফামারী সদর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫৬′৩৬″ উত্তর ৮৮°৫০′৫৫″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
সদরদপ্তরনীলফামারী
সংসদীয় আসননীলফামারী-২
সরকার
  ধরনউপজেলা পরিষদ
  শাসকনীলফামারী সদর উপজেলা পরিষদ
  চেয়ারম্যানশাহিদ মাহমুদ (আওয়ামী লীগ)
আয়তন
  মোট২৩৯.১৪ বর্গকিমি (৯২.৩৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারি)[1]
  মোট৪,২৭,৯১৩
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৩০০
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৭৩ ৬৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

নামকরণ

দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ, টেঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়।

সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো এখানকার উর্বর মাটির গুণে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদঅঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি। ধারণা করা হয়, স্থানীয় কৃষকদের মুখে ‘নীল খামার’ রূপান্তরিত হয় ‘নীল খামারী’তে। আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের।[2][3] তবে অনেকে মনে করেন নীলখামারীর অপভ্রংশ থেকে নয় বরং নীল খামারীর ইংরেজি নীল ফার্মার থেকে নীলফার্মারী এবং নীলফার্মারী থেকে বর্তমান নীলফামারী হয়েছে।[2]

ইতিহাস

ঐতিহাসিকদের মতে, প্রাচীনকালে নীলফামারীসহ এ অঞ্চল কামরূপ রাজ্যের অংশ ছিল। এ অঞ্চলটি পাল, খেনবংশ, কোচবংশ প্রভৃতি রাজবংশ দীর্ঘ সময় ধরে শাসন করেছে। নীলফামারীর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জলঢাকা উপজেলার খেরকাটি নামক গ্রামে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দুর্গ নির্মাণ করেছিলেন, পরবর্তীতে তার নামে এ এলাকার নাম হয় ধর্মপাল। ১৪শ শতাব্দির শেষদিকে অঞ্চলটি খেন রাজবংশের অন্তর্গত ছিল। আলাউদ্দিন হোসেন শাহ কামতা রাজ্য জয় করলেও এ অঞ্চল মুসলমানদের দখলে আসেনি। বরং কোচ রাজ্যের অন্তর্গত হয়।

অবস্থান ও আয়তন

নীলফামারী সদর উপজেলার ভৌগোলিক অবস্থান অক্ষাংশ ২৩°২৯' উত্তর এবং ২৩°৪২' উত্তর; দ্রাঘিমাংশ ৯০°৫৯' পূর্ব এবং ৯১°০৫' পূর্ব। আয়তন ২৩৯.১৪ বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তরে ডোমার উপজেলাজলঢাকা উপজেলা, দক্ষিণে সৈয়দপুর উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ উপজেলাজলঢাকা উপজেলা, পশ্চিমে দিনাজপুর জেলার খানসামা উপজেলাপঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা

ইউনিয়ন সমূহঃ

  1. চওড়া বড়গাছা ইউনিয়ন
  2. গোড়গ্রাম ইউনিয়ন
  3. খোকশাবাড়ী ইউনিয়ন
  4. পলাশবাড়ী ইউনিয়ন
  5. রামনগর ইউনিয়ন
  6. কচুকাটা ইউনিয়ন
  7. পঞ্চপুকুর ইউনিয়ন
  8. ইটাখোলা ইউনিয়ন
  9. কুন্দুপুকুর ইউনিয়ন
  10. সোনারায় ইউনিয়ন
  11. সংগলশী ইউনিয়ন
  12. চড়াইখোলা ইউনিয়ন
  13. চাপড়া সরঞ্জানী ইউনিয়ন
  14. টুপামারী ইউনিয়ন
  15. লক্ষীচাপ ইউনিয়ন

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান

উল্লেখযোগ্য ব্যক্তি

তথ্যসূত্র

  1. "নামকরণ ও প্রতিষ্ঠা"। বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা - নীলফামারী। ঢাকা: বাংলা একাডেমি। ২০১৪। পৃষ্ঠা ২৩,২৫। আইএসবিএন 984-07-5356-8।
  2. "উপজেলা প্রশাসনের পটভূমি"জাতীয় তথ্য বাতায়ন। নীলফামারী সদর উপজেলা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.