নির্মলপ্রভা বরদলৈ
নির্মলপ্রভা বরদলৈ অসমের একজন কবি. গীতিকার ও লোক-সংস্কৃতির গবেষক। তিনি রচনা করা কবিতা ও গীতে অসমীয়া সমাজ ব্যবস্থা প্রতিফলিত হতে দেখা যায়। তিনি ছিলেন সাহিত্য বিষয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রী লাভ করা প্রথম অসমীয়া মহিলা। ১৯৯১ সনে অসম সাহিত্য সভার দুধনৈ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।[1][2]।
নির্মলপ্রভা বরদলৈ | |
---|---|
জন্ম | ২০ জুন , ১৯৩৩ সন শিবসাগর, অসম |
মৃত্যু | ১ জুন , ২০০৪ সন |
পেশা | কবি, গীতিকার ও লোক-সংস্কৃতির গবেষক |
জাতীয়তা | ভরতীয় |
জীবনী
১৯৩৩ সনের ২০ জুন তারিখে অসমের শিবসাগরে নির্মলপ্রভা বরদলৈ জন্মগ্রহণ করেন। সমাজের নিয়ম অনুযায়ী নির্মলপ্রভা বরদলৈয়ের বাল্যবিবাহ করানো হয়।তিনি তার আত্মজীবনী জীবন জীবন বর অনুপম-এ লিখেছেন যে তার স্বামী ও স্বামীর পরিবারের অত্যাচারের ফলে তিনি স্বামী গৃহ ত্যাগ করেন। তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই ফলে তিনি সামাজিক ও ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট সহ্য করেন। অসমের প্রসিদ্ধ কন্ঠশিল্পী জয়ন্ত হাজরিকা তার রচিত গীতে সুর ও কন্ঠদান করেছেন ও এই গীতগুলি অত্যন্ত জনপ্রিয়।[3]।
রচনা সমূহ
মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের উপযোগী
|
সৃষ্টিমূলক তথা মৌলিক
|
গানের সংকলন
উপন্যাস
শিশুদের সাহিত্য
|
নাটক, কাব্য নাটক, সংগীতালেখ্য
|
আত্মজীৱনী
অনুবাদ সাহিত্য
|
সম্পাদনা ও নিদেরেশনা
|
পুরস্কার
- সাহিত্য অকাদেমি পুরস্কার[4]।
তথ্যসূত্র
- ১৯১৭ চনর পরা অসম সাহিত্য সভার সভাপতিসকলর তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ৱেবছাইট, আহরণ: ১৮ নৱেম্বর, ২০১২।
- vedanti.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে আহরণ: ১১-০৭-২০১২
- জীৱন জীৱন বর অনুপম, নির্মলপ্রভার আত্মজীৱনী
- "সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়াসকলর তথ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নৱেম্বর ১৬, ২০১২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)