নিয়াজ মোহাম্মদ চৌধুরী
ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী (জন্ম ২৫ অক্টোবর ১৯৫২) একজন বাংলাদেশি আধুনিক ও ধ্রুপদী সঙ্গীতশিল্পী।[1][2]
নিয়াজ মোহাম্মদ চৌধুরী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | সঙ্গীতশিল্পী |
প্রারম্ভিক জীবন
নিয়াজ ১৯৫২ সালের ২৫ অক্টোবর (সার্টিফিকেট অনুসারে ১৩ জানুয়ারি) নরসিংদী জেলার শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে জন্মগ্রহণ করেন।[3][4] তিনি ১৯৬৭ সালে নবকুমার ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মা্যিমিক সম্পন্ন করেন।[3] এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। শৈশবে ওস্তাদ আয়াতুল্লাহ খানের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন।[3] পরবর্তীতে তিনি পাতিয়ালা ঘরনাতে ওস্তাদ ফাতেহ আলী খান ও ওস্তাদ আমানত আলী খানের শিক্ষা লাভ করেন।[3]
কর্মজীবন
নিয়াজ ১৯৮৫ সালে এহতেশাম সঞ্চালিত ‘আমার যত গান’ নামে একটি সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে প্রথম গান পরিবেশন করেন।[3] ১৯৭৯ সালে তিনি বাংলাদেশি শিল্পী হিসেবে মালয়েশিয়া ও সিংগাপুরে গান পরিবেশন করেন।[3] গাহি কাহি সঙ্গীত কাহি নামক একটি চলচ্চিত্রে গান কারার মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।[3]
তথ্যসূত্র
- "Ustad Niaz Mohammad Chowdhury's solo album launched"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- "নিয়াজ মোহাম্মদ চৌধুরীর অ্যালবাম ২৩ বছর পর"। Prothom Alo। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- "শ্রোতাদের জন্যই গান করি এবং তারাই আমার গানের সমালোচক"। archive1.ittefaq.com.bd। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- "জন্মদিনে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী"। The Daily Janakantha। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- শাওন, রাশেদ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "স্বনামে নিয়াজ মোহাম্মদ চৌধুরী"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- "নিয়াজ মোহাম্মদ চৌধুরীর অ্যালবাম ২৩ বছর পর"। prothomalo.com। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- "নিয়াজ মোহাম্মদ চৌধুরী স্পেশাল"। Bonikbarta.net। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।