নিয়মীয়া বার্তা
নিয়মীয়া বার্তা ( অসমীয়া: নিয়মীয়া বাৰ্তা) একটি ভারতীয় অসমীয়া ভাষার দৈনিক পত্রিকা। [1] সংবাদপত্রটি ৪ মার্চ ২০১১ সালে চালু হয়েছিল। এটি গুয়াহাটি, ডিব্রুগড়, বিশ্বনাথ চারিআলী এবং আসামের গোয়ালপাড়া থেকে একসাথে প্রকাশিত হয়। প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কর্তৃক নিয়ামীয়া বার্তা পরিচালিত এবং প্রকাশিত হয়।
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড |
প্রকাশক | প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড |
প্রধান সম্পাদক | মি. হোমেন বোরগোহেইন |
সম্পাদক | মিঃ নরেশ কালিতা |
প্রতিষ্ঠাকাল | ২০১১ |
ভাষা | অসমীয়া |
সদর দপ্তর | গুয়াহাটি, আসাম |
ওয়েবসাইট | http://www.niyomiyabarta.org/ |
গুয়াহাটির ক্রিশ্চিয়ান বাসটি, নিউজ লাইভ বিল্ডিংয়ে এই সংবাদপত্রের প্রধান কার্যালয় অবস্থিত।
আরো দেখুন
তথ্যসূত্র
- "Niyomiya Barta : A Assamese daily news paper"। ২০১১-০৩-০৫। ২০১২-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.