নিপ বরুয়া

নিপ বরুয়া (অসমীয়া: নিপ বরূৱা) অসমীয়া চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি। অসমীয়া চলচ্চিত্র বাণিজ্যিক উন্নতি তার সময় থেকে হওয়া বলে জানা যায়। তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রয়োজক। সর্বমোট ১৫টি অসমীয়া চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র ছাড়াও তার আগ্রহ ছিল অভিনয়, সংগীত ও ফুটবল খেলায়। কার্টুনিষ্ট হিসেবে তিনি অসমীয়া খবরের কাগজ আসাম ট্রিবিউন-এ বহু ছবি অঙ্কন করেছেন।[2]

নিপ বরুয়া
জন্ম১৯২৫[1]
মৃত্যু১৯৯২[1]
জাতীয়তা ভারতীয়
পেশাচলচ্চিত্র প্রযোজক, পরিচালক

জন্ম ও পরিবার

কামরূপ জেলার বিহদিয়া গাঁও নামক স্থানে নিপ বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম চন্দ্রনাথ বরুয়া ও মাতার নাম জোনপ্রভা বরুয়া। পিতা চন্দ্রনাথ বরুয়া অসমের গড়কপ্তানী বিভাগের সাব ডিভিসনেল অফিসার ছিলেন। তার মাতা-পিতার ৯টি পুত্র ও ৪টি কন্যা সন্তান ছিল।তাদের সকল ভাই-বোনেরা কম-বেশি পরিমানে চলচ্চিত্র জগতের সহিত জড়িত ছিলেন।[3][4]

পরিচালিত চলচ্চিত্র

নিপ বরুয়া কর্তৃক পরিচালিত ১৫টি চলচ্চিত্রের নাম[5]

ছবির নাম[2] বর্ষ
স্মৃতির পরশ১৯৫৫
মাক আরু মরম১৯৫৮
রঙা পুলিশ
ভক্ত প্রহ্লাদ১৯৫৯
আমার ঘর১৯৬১
নরকাসুর১৯৭০
বরুয়ার সংসার১৯৭৩
সোনেতরা১৯৭৭
সোণমাই১৯৭৮
মনিমা১৯৮০
আজলী নবৌ১৯৮০
ককাদেউতা নাতি আরু হাতী১৯৮৪
শকুন্তলা আরু শংকর যোচেফ আলি১৯৮৫
দাদু নাতি ও হাতী১৯৮৬বাংলা চলচ্চিত্র
এন্থনী মোর নাম১৯৮৮
আই মোর জনমে জনমে১৯৮০

অভিনয়

ছবির নাম পরিচালক বর্ষ
মনিমানিপ বরুয়া১৯৮০[2]

তথ্যসূত্র

  1. "Nip Barua (1925–1992)"ইণ্টারনেট মুভি ডাটাবেস। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৩
  2. "Nip Barua – Encyclopedia of Indian Cinema"। Cinemaofindia.org। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩১
  3. নিভা রাণী রায় (১৯২৭)। "ঐতিহ্যমণ্ডিত সেই ঘরখন"অসমীয়া সা রে গা মা
  4. ঈশান বরুয়া। "লতাশিলর বরুয়া পরিয়াল"। অসমীয়া সা রে গা মা অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  5. "Film Directors"এনাজরী ডট কম। ২০১৩-০১-২২। ২০১৫-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-৩০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.