নিজামউদ্দিন মারকাজ মসজিদ

নিজামউদ্দিন মারকাজ মসজিদ ভারতের দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামউদ্দিনে অবস্থিত একটি মসজিদ। এটি তাবলিগ জামাতের আলমি মারকাজ বা বৈশ্বিক কেন্দ্রস্থল। ভারতের তাবলিগ জামাত এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং বার্ষিক সমাবেশ এতে অনুষ্ঠিত হয়। এটি ভারতে তাবলিগের ইসলাম প্রচারকদের সদরদপ্তর। মূলত এই মসজিদকে কেন্দ্র করেই সারা পৃথিবীতে ইসলাম প্রচারের কাজ পরিচালিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইসলাম শেখার জন্য এখানে আসে।

নিজামউদ্দিন মারকাজ মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
নেতৃত্বমুহাম্মদ সাদ কান্ধলভী
অবস্থান
অবস্থাননিজামউদ্দিন পশ্চিম
দেশভারত
এলাকাদিল্লি
স্থানাঙ্ক২৮.৫৯১৫৭° উত্তর ৭৭.২৪৩৩৬° পূর্ব / 28.59157; 77.24336
স্থাপত্য
সম্পূর্ণ হয়আনু.১৮৫৭


তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.