নিজড়া ইউনিয়ন
নিজড়া ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
নিজড়া | |
---|---|
ইউনিয়ন | |
নিজড়া ইউনিয়ন পরিষদ | |
নিজড়া নিজড়া | |
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৮৯°৪৯′৫৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | গোপালগঞ্জ সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
গোপালগঞ্জ সদর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত,উত্তর দিকে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া ইউনিয়ন, পূর্বে বৌলতলী ইউনিয়ন, দক্ষিনে উলপুর এবং পশ্চিমে-দক্ষিণে তালতলা অবস্থিত।
শিক্ষা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
নারিকেলবাড়ী- সাত-পাগলের গ্রাম নামে পরিচিত।হরিচাঁদ ঠাকুরের অন্যতম শিষ্য গোলক পাগল,মহানন্দ পাগলের জন্মস্থান।প্রতিবছর অনেক মতুয়া ভক্ত এই পূন্যভুমি দর্শনে আসে।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- ধলু মিনা(২০২২)
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মো:কবির উদ্দিন শেখ | (১৯৮৪-১৯৮৭) |
০২ | মো:কেরামত মিনা | |
০৩ | মো:কাওসার শেখ | |
০৪ | মো:মুকুল মিনা | |
০৫ | মো:রবিউল সরদার | |
০৬ | মো:আজিজুর রহমান সরদার | |
০৭ | মো:আজিজুর রহমান সরদার | |
০৮ | ধলু মিনা | ২০২২- |
আরও দেখুন
তথ্যসূত্র
- "নিজড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- "গোপালগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.