নিগার পুরস্কার বিজয়ী বাংলাদেশীদের তালিকা

নিগার পুরস্কার পাকিস্তানে চলচ্চিত্রের জন্য প্রদত্ত সবচেয়ে পুরানো এবং অফিসিয়াল সম্মননা, যা চলচ্চিত্রের সাথে জড়িত ব্যক্তিবর্গকে প্রদান করা হয়। [1] ১৯৫৮ সালে চলচ্চিত্র বিষয়ক পত্রিকা "নিগার"-এর তৎকালীন সম্পাদক ইলিয়াস রাশিদী চলচ্চিত্রে কর্মরতদের সম্মান জানানোর জন্য এই পুরস্কারের প্রবর্তন করেন।[2] লাহোরের এভারনিউ স্টুডিও-তে ১৯৫৮ সালের ১৭ জুলাই এই পুরস্কার প্রথম প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে বেশ কয়েকজন চলচ্চিত্র কর্মী এই পুরস্কারটি লাভ করেন।

নিগার পুরস্কার
বিবরণচলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য
অবস্থানলাহোর
দেশ পাকিস্তান
পুরস্কারদাতাসাপ্তাহিক নিগার
(নিগার পারলিকেশনস্‌)
প্রথম পুরস্কৃত১৭ জুলাই ১৯৫৮ (১৯৫৭ সালে অবদানের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০০৮
(বাংলাদেশ ১৯৭১ সাল থেকে স্বাধীন রাষ্ট্র)

পুরস্কার বিজয়ীদের তালিকা

১৯৫৮ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে। বাংলাদেশীদের মধ্যে (তৎকালীন পূর্ব পাকিস্তানি / স্বাধীনতা-পরবর্তীতে বাংলাদেশে আগত) সর্বপ্রথম শবনম এবং সুভাষ দত্ত এই পুরস্কারটি লাভ করেন১৯৬২ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী ও সেরা কৌতুক অভিনেতা হিসেবে। পাকিস্তানের চলচ্চিত্রে সর্ব্বোচ্চ এই পুরস্কারটি যারা যারা পেয়েছেন তারা হলেনঃ

১৯৬২

১৯৬৩

১৯৬৪

  • সুমিতা - সেরা পার্শ্ব অভিনেত্রী

১৯৬৫

  • শবনম - সেরা পার্শ্ব অভিনেত্রী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. An assembly of graduates ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০০৯ তারিখে. Retrieved on 9 July 2008.
  2. Nigar Awards: The ceremony goes on ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০০৯ তারিখে. Retrieved on 9 July 2008

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.