নিগার পুরস্কার বিজয়ী বাংলাদেশীদের তালিকা
নিগার পুরস্কার পাকিস্তানে চলচ্চিত্রের জন্য প্রদত্ত সবচেয়ে পুরানো এবং অফিসিয়াল সম্মননা, যা চলচ্চিত্রের সাথে জড়িত ব্যক্তিবর্গকে প্রদান করা হয়। [1] ১৯৫৮ সালে চলচ্চিত্র বিষয়ক পত্রিকা "নিগার"-এর তৎকালীন সম্পাদক ইলিয়াস রাশিদী চলচ্চিত্রে কর্মরতদের সম্মান জানানোর জন্য এই পুরস্কারের প্রবর্তন করেন।[2] লাহোরের এভারনিউ স্টুডিও-তে ১৯৫৮ সালের ১৭ জুলাই এই পুরস্কার প্রথম প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে বেশ কয়েকজন চলচ্চিত্র কর্মী এই পুরস্কারটি লাভ করেন।
নিগার পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য |
অবস্থান | লাহোর |
দেশ | ![]() |
পুরস্কারদাতা | সাপ্তাহিক নিগার (নিগার পারলিকেশনস্) |
প্রথম পুরস্কৃত | ১৭ জুলাই ১৯৫৮ (১৯৫৭ সালে অবদানের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০০৮ (বাংলাদেশ ১৯৭১ সাল থেকে স্বাধীন রাষ্ট্র) |
পুরস্কার বিজয়ীদের তালিকা
১৯৫৮ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে। বাংলাদেশীদের মধ্যে (তৎকালীন পূর্ব পাকিস্তানি / স্বাধীনতা-পরবর্তীতে বাংলাদেশে আগত) সর্বপ্রথম শবনম এবং সুভাষ দত্ত এই পুরস্কারটি লাভ করেন১৯৬২ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী ও সেরা কৌতুক অভিনেতা হিসেবে। পাকিস্তানের চলচ্চিত্রে সর্ব্বোচ্চ এই পুরস্কারটি যারা যারা পেয়েছেন তারা হলেনঃ
১৯৬২
- শবনম - সেরা পার্শ্ব অভিনেত্রী
- সুভাষ দত্ত - সেরা কৌতুক অভিনেতা
১৯৬৩
- রবিন ঘোষ - সেরা সঙ্গীত
১৯৬৪
- সুমিতা - সেরা পার্শ্ব অভিনেত্রী
১৯৬৫
- শবনম - সেরা পার্শ্ব অভিনেত্রী
আরও দেখুন
তথ্যসূত্র
- An assembly of graduates ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০০৯ তারিখে. Retrieved on 9 July 2008.
- Nigar Awards: The ceremony goes on ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০০৯ তারিখে. Retrieved on 9 July 2008