নিকোলো বারেল্লা
নিকোলো বারেল্লা (ইতালীয়: Nicolò Barella, ইতালীয় উচ্চারণ: [nikoˈlɔ bbaˈrɛlla]; জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৯৭) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | নিকোলো বারেল্লা | |||||||||||||||
জন্ম | ৭ ফেব্রুয়ারি ১৯৯৭ | |||||||||||||||
জন্ম স্থান | কাইয়ারি, ইতালি | |||||||||||||||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭ ১⁄২ ইঞ্চি) | |||||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | |||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||
বর্তমান দল | ইন্টার মিলান | |||||||||||||||
জার্সি নম্বর | ২৩ | |||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||
২০০৬–২০১৫ | কাইয়ারি | |||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||
২০১৫–২০২০ | কাইয়ারি | ১০৫ | (৭) | |||||||||||||
২০১৬ | → কমো (ধার) | ১৬ | (০) | |||||||||||||
২০১৯–২০২০ | → ইন্টার মিলান (ধার) | ২৭ | (১) | |||||||||||||
২০২০– | ইন্টার মিলান | ৩৬ | (৩) | |||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||
২০১২ | ইতালি অনূর্ধ্ব-১৫ | ৫ | (০) | |||||||||||||
২০১২–২০১৩ | ইতালি অনূর্ধ্ব-১৬ | ৪ | (০) | |||||||||||||
২০১৩–২০১৪ | ইতালি অনূর্ধ্ব-১৭ | ৫ | (০) | |||||||||||||
২০১৪–২০১৫ | ইতালি অনূর্ধ্ব-১৮ | ৮ | (০) | |||||||||||||
২০১৫–২০১৬ | ইতালি অনূর্ধ্ব-১৯ | ১৬ | (০) | |||||||||||||
২০১৬–২০১৭ | ইতালি অনূর্ধ্ব-২০ | ৮ | (০) | |||||||||||||
২০১৭–২০১৯ | ইতালি অনূর্ধ্ব-২১ | ৯ | (১) | |||||||||||||
২০১৮– | ইতালি | ২১ | (৪) | |||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৪০, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৪০, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১২ সালে, বারেল্লা ইতালি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৮ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২১ ম্যাচে ৪টি গোল করেছেন।[1] দলগতভাবে, বারেল্লা এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি ইন্টার মিলানের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
নিকোলো বারেল্লা ১৯৯৭ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখে ইতালির কাইয়ারিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
- "Barella and Inglese called up by Italy"। Football Italia। London: Tiro Media। ১ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
- নিকোলো বারেল্লা – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- নিকোলো বারেল্লা – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে নিকোলো বারেল্লা (ইংরেজি)
- সকারবেসে নিকোলো বারেল্লা (ইংরেজি)
- বিডিফুটবলে নিকোলো বারেল্লা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে নিকোলো বারেল্লা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে নিকোলো বারেল্লা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে নিকোলো বারেল্লা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে নিকোলো বারেল্লা (ইংরেজি)