নিকলাউস ভির্ট

নিকলাউস ভির্ট (জার্মান: Niklaus E. Wirth) (জন্ম ১৫ই ফেব্রুয়ারি, ১৯৩৪) একজন সুইস কম্পিউটার বিজ্ঞানী। তিনি একাধিক প্রোগ্রামিং ভাষা উদ্ভাবনের জন্য বিখ্যাত, যাদের মধ্যে প্যাসকেল অন্যতম। এছাড়া তিনি সফটওয়্যার প্রকৌশলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণার ওপর প্রথম আলোচনা আরম্ভকারী। তিনি ১৯৮৪ সালে টুরিং পুরস্কার লাভ করেন।

নিকলাউস ভির্ট
জন্ম (1934-02-15) ১৫ ফেব্রুয়ারি ১৯৩৪
ভিন্টারটুর, সুইজারল্যান্ড
মাতৃশিক্ষায়তনইটিএইচ জুরিখ
পরিচিতির কারণঅয়লার
অ্যালগল ডব্লিউ
প্যাসকেল
মডুলা
মডুলা-২
ওবেরন
পুরস্কারটুরিং পুরস্কার, ১৯৮৪
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
জুরিখ বিশ্ববিদ্যালয়
ইটিএইচ জুরিখ
জিরক্স পার্ক

জন্ম ও শিক্ষাজীবন

তিনি ১৯৫৯ সালে ইটিএইচ জুরিখ থেকে ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সম্মাননা ও পুরস্কার

আরো দেখুন

  • Extended Backus–Naur form
  • Wirth Syntax Notation

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.