নিউজিল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

নিউজিল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নারী ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করে।

নিউজিল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল
সংঘনিউজিল্যান্ড ক্রিকেট
কর্মীবৃন্দ
অধিনায়কইজি শার্প
কোচসারা ম্যাকগ্লাশান
ইতিহাস
টোয়েন্টি২০ অভিষেক ভারত, বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, মুম্বই, ভারত; ২৭ নভেম্বর ২০২২
অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি অঞ্চলপূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর

বর্তমান দল

২০২২ সালের ১৩ ডিসেম্বর নিউজিল্যান্ড ২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য নিজেদের দল ঘোষণা করে।[1]

  • ইজি শার্প (অধি.) (উই.)
  • অলিভিয়া অ্যান্ডারসন
  • অ্যানা ব্রাউনিং
  • অ্যাবিগেইল হটন
  • আন্তোনিয়া হ্যামিল্টন (উই.)
  • ইসাবেলা গেজ (উই.)
  • এমা ম্যাকলাওড
  • কেইলি নাইট
  • কেট আরউইন
  • কেট চ্যান্ডলার
  • জর্জিয়া প্লিমার
  • নাতাশা ওয়াকেলিন
  • নাতাশা কোডায়ার
  • পেইল লগেনবার্গ
  • ফ্র্যান জোনাস
  • ব্রিয়ার্ন ইলিং
  • লুইসা কটক্যাম্প

চোটের কারণে ব্রিয়ার্ন ইলিং ছিটকে গেলে দলে লুইসা কটক্যাম্পকে যোগ করা হয়।[2] টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যান জোনাসও চোটের কারণে দল থেকে ছিটকে যান, যে কারণে কেট আরউইনকে দলে নেয়া হয়।[3]

তথ্যসূত্র

  1. "Three White Ferns in New Zealand squad for inaugural U-19 Twenty20 Cricket World Cup"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২
  2. "WHITE FERNS spearhead first-ever NZ Under-19 World Cup squad"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২
  3. "Jonas withdrawn from New Zealand Under 19 squad | Irwin named as replacement"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.