নাসির হোসেন

মোহাম্মদ নাসির হোসেন (জন্ম: ৩০ নভেম্বর, ১৯৯১), রংপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার[1] ২০১১ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক; দুই মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ঘরোয়া পর্যায়ের খেলায় তিনি বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করেন। তিনি তার শৈশবকাল রংপুরে অতিবাহিত করেন। তিনি ১৪ ফেব্রুয়ারি ২০২১ সালে তামিমা সুলতানাকে বিয়ে করেন।[2]

নাসির হোসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মাদ নাসির হোসেন
জন্ম (1991-11-30) ৩০ নভেম্বর ১৯৯১
ডাকনামনাসির
উচ্চতা ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক২১ অক্টোবর ২০১১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২৭ আগস্ট ২০১৭ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক১৪ আগস্ট ২০১১ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২৫ জানুয়ারি ২০১৮ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং৬৯
টি২০আই অভিষেক১১ অক্টোবর ২০১১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টি২০আই৭ জুলাই ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮/০৯বরিশাল বিভাগ
২০০৯/১০চট্টগ্রাম বিভাগ
২০০৯/১০ ২০১০/১১রাজশাহী বিভাগ
২০১১/১২–বর্তমানরংপুর বিভাগ
২০১২খুলনা রয়েল বেঙ্গলস
২০১৩-বর্তমানরংপুর রাইডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ১৯ ৬৫ ৩১ ৮৯
রানের সংখ্যা ১০৪৪ ১২৮১ ৩৭১ ৫২১৭
ব্যাটিং গড় ৩৪.৮ ২৯.১১ ১৯.৫৩ ৩৮.৩৬
১০০/৫০ ১/৬ ১/৬ ০/২ ৭/৩০
সর্বোচ্চ রান ১০০ ১০০ ৫০* ২৯৫
বল করেছে ৯২৪ ১২৫৬ ১৭৯ ৫,৩৭৬
উইকেট ২৪ ৭৬
বোলিং গড় ৫৫.৩৮ ৪১.১৭ ৩৭.৪৩ ৩৫.০১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/৫২ ৩/২৬ ২/২৬ ৫/৭০
ক্যাচ/স্ট্যাম্পিং ১০/– ৩৪/– ১৫/– ৭৪/–
উৎস: ইএসপিন ক্রিকইনফো, 20 জুলাই 2020
নাসির হোসেন
পদক রেকর্ড
পুরুষ ক্রিকেট
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১০ গুয়াংজুদল

ক্যারিয়ার

নাসির হোসেন ২০১০ এশিয়ান গেমসে ১৩ সদস্যের বাংলাদেশ দলে ছিলেন।[3] জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ আগস্ট ২০১১ সালে ওডিআই অভিষেক ঘটে।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[4] এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন।

রেকর্ড ও পরিসংখ্যান

ওডিআই ম্যাচ

২০১৮, জানুয়ারি, ট্রাই ন্যাশন সিরিজ: বাংলাদেশসহ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে[5]

তথ্যসূত্র

  1. "Nasir Hossain"Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১
  2. "বিয়ের পর যা বললেন নাসির"Bangla Tribune। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১
  3. Asian Games Men's Cricket Competition, 2010/11: Bangladesh squad, ESPNcricinfo, ৮ নভেম্বর ২০১০, সংগ্রহের তারিখ ২০১১-০৭-২৫
  4. Isam, Mohammad। "Soumya Sarkar in Bangladesh World Cup squad"ESPNCricinfo। ESPN। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫
  5. "পেসারদের ওপর আস্থা রাখতে হবে | The Bangladesh Daily"thebddaily.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২০

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.