নাসিম আলী খান
নাসিম আলী খান একজন বাংলাদেশি কণ্ঠশিল্পী। বাংলাদেশের অন্যতম ব্যান্ড সোলসের সদস্য ও ভোকালিস্ট।[1] ১৯৭৭ সালে তিনি ব্যান্ডটির সাথে যুক্ত হন এবং ১৯৯০-এর দশকে ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী হিসেবে গান করা শুরু করেন।[2][3]
তথ্যসূত্র
- "সোলস ভোকালিস্ট নাসিম"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- "ব্যান্ড ভাঙে ব্যান্ড গড়ে"। ভোরের কাগজ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- "The Daily Star Web Edition Vol. 5 Num 745"। archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.