নাসাপ্রদাহ

নাসাপ্রদাহ (ইংরেজি Rhinitis বা coryza[3]) বলতে মানব নাকের ভিতরের শ্লেষ্মাঝিল্লির জ্বালাপোড়া ও প্রদাহকে বোঝায়। সাধারণ উপসর্গগুলির মধ্যে বদ্ধ নাক, নাসাস্রাব (নাক দিয়ে পানি পড়া), হাঁচি ও পশ্চাৎ-নাসাস্রাব (নাকের পিছন দিয়ে গলায় শ্লেষ্মা পড়া)।[4]

নাসাপ্রদাহ
বিভিন্ন সাধারণ উদ্ভিদজাত পরাগেরেণু অতিপ্রতিক্রিয়ামূলক নাসাপ্রদাহ ("হে" জ্বর) সৃষ্টি করতে পারে।
উচ্চারণ
    • rhinitis /rˈntɪs/[1]
    • coryza /kəˈraɪzə/[2]
বিশেষত্বসংক্রামক রোগ, অতিপ্রতিক্রিয়া এবং অনাক্রম্যবিজ্ঞান

ভাইরাস, ব্যাকটেরিয়া, উত্তেজক পদার্থ ও অতিপ্রতিক্রিয়া বা অ্যালার্জি সৃষ্টিকারক পদার্থের কারণে (সাধারণত বায়ুবাহিত অতিপ্রতিক্রিয়া সৃষ্টিকারক বা অ্যালার্জেন যেমন পরাগরেণু বা পশুর লোমের খুশকি[5]) নাসাপ্রদাহ হতে পারে।[6] অতিপ্রতিক্রিয়াজনিত নাসাপ্রদাহের কারণে আরও কিছু উপসর্গ দেখা যেতে পারে, যেমন হাঁচি, নাক চুলকানি, কাশি, মাথাব্যথা,[7] ক্লান্তি, অস্বাচ্ছন্দ্য বোধ এবং বোধশক্তি হ্রাস।[8][9] উপরন্তু, অতিপ্রতিক্রিয়া সৃষ্টিকারকগুলি (অ্যালার্জেনগুলি) চোখ আক্রমণ করতে পারে ফলে চোখে চুলকানি হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখ থেকে জল বা পানি পড়তে পারে এবং চোখের চারপাশ ফুলে যেতে পারে।[7] নাসাপ্রদাহের কারণে অনাক্রম্যতন্ত্রের প্রতিক্রিয়ার ফলে বিপুল পরিমাণে শ্লেষ্মা উৎপাদিত হয়, যার ফলে নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ হয়ে যেতে পারে এবং পশ্চাৎনাসাস্রাব হতে পারে। অতিপ্রতিক্রিয়াজনিত নাসাপ্রদাহের ক্ষেত্রে নাকের মাস্ট কোষগুলির বি-দানাবদ্ধকরণের ফলে প্রদাহ হয়। যখন মাস্ট কোষগুলি বি-দানাবদ্ধ হয়, তখন তারা হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থ নিঃসরণ করে।[10] ফলে যে প্রদাহমূলক প্রক্রিয়াটি শুরু হয়, যাতে নাকের বাইরেও অন্যান্য উপসর্গ দেখা যায়, যেমন ক্লান্তিবোধ ও অস্বাচ্ছন্দ্যবোধ।[11] সংক্রামক নাসাপ্রদাহের ক্ষেত্রে কদাচিৎ পরবর্তীতে ভাইরাসঘটিত বা ব্যাকটেরিয়াঘটিত ফুসফুস প্রদাহ (নিউমোনিয়া) হতে পারে। শ্বাসপথ থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে বিতাড়ন করতে রোগী প্রায়ই হাঁচি দেয়।

নাসাপ্রদাহ খুবই সাধারণ একটি রোগ। অতিপ্রতিক্রিয়াজনিত (অ্যালার্জিজনিত) নাসাপ্রদাহ বিশ্বের কিছু কিছু দেশে অন্য দেশের তুলনায় বেশি পরিলক্ষিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০-৩০% প্রাপ্তবয়স্ক অ্যালার্জিজনিত নাসাপ্রদাহে আক্রান্ত হয়।[12] এদের মধ্যে আবার ৫০ থেকে ৭০ শতাংশের মধ্যেই অ্যালার্জিজনিত নয়, এমন সাধারণ নাসাপ্রদাহও হয়ে থাকে, এবং সেক্ষেত্রে এই রোগাবস্থাটিকে মিশ্র নাসাপ্রদাহ নামে ডাকা হয়।[13]

তথ্যসূত্র

  1. "rhinitis | Definition, meaning & more | Collins Dictionary"। www.collinsdictionary.com। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭
  2. "coryza | Definition, meaning & more | Collins Dictionary"। www.collinsdictionary.com। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭
  3. Pfaltz CR, Becker W, Naumann HH (২০০৯)। Ear, nose, and throat diseases: with head and neck surgery (3rd সংস্করণ)। Stuttgart: Thieme। পৃষ্ঠা 150। আইএসবিএন 978-3-13-671203-0।
  4. "Nonallergic rhinitis"। ২০০৮-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  5. Sullivan JB, Krieger GR (২০০১)। Clinical environmental health and toxic exposures। পৃষ্ঠা 341।
  6. "Allergic rhinitis"। ২০১৮-১২-২৬।
  7. "Allergic rhinitis"
  8. Quillen DM, Feller DB (মে ২০০৬)। "Diagnosing rhinitis: allergic vs. nonallergic"। American Family Physician73 (9): 1583–90। পিএমআইডি 16719251
  9. Marshall PS, O'Hara C, Steinberg P (এপ্রিল ২০০০)। "Effects of seasonal allergic rhinitis on selected cognitive abilities"। Annals of Allergy, Asthma & Immunology84 (4): 403–10। ডিওআই:10.1016/S1081-1206(10)62273-9পিএমআইডি 10795648
  10. "Inflammatory Nature of Allergic Rhinitis: Pathophysiology"
  11. "Immunopathogenesis of allergic rhinitis" (পিডিএফ)। ৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০
  12. "Economic Impact and Quality-of-Life Burden of Allergic Rhinitis: Prevalence"
  13. Bernstein, Jonathan A. (সেপ্টেম্বর ২০১০)। "Allergic and mixed rhinitis: Epidemiology and natural history"। Allergy and Asthma Proceedings31 (5): 365–369। আইএসএসএন 1539-6304ডিওআই:10.2500/aap.2010.31.3380পিএমআইডি 20929601

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.