নারায়ণ ঘোষ মিতা

নারায়ণ ঘোষ মিতা ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। এছাড়াও তিনি প্রযোজনা করেছেন, চিত্রনাট্য লিখেছেন ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে পুরস্কার অর্জন করেন।[2]

নারায়ণ ঘোষ মিতা
জন্ম
নারায়ণ ঘোষ মিতা

২২ ডিসেম্বর[1]
জাতীয়তাপাকিস্তানি
বাংলাদেশি
অন্যান্য নামমিতা
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্র্যনাট্যকার
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

কর্মজীবন

মিতা ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করে। ১৯৬৮ সালে পারিবারিক টানাপোড়নকে কেন্দ্র করে নির্মাণ করেন এতটুকু আশা চলচ্চিত্রটি। পরের বছর নির্মাণ করেন নীল আকাশের নিচে, যেখানে পারিবারিক বন্ধনকে প্রাধান্য দেওয়া হয়েছে।[3][4] তার নির্মিত আলোর মিছিল (১৯৭৪) চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও অনিয়ম তুলে ধরেন।[5] ১৯৭৫ সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে তিনি লাঠিয়াল চলচ্চিত্রের জন্য প্রথম শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[6] এছাড়া তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে অলংকার,[7] হারানো সুর,[8] সুখের সংসার উল্লেখযোগ্য।

চলচ্চিত্রের তালিকা

নারায়ণ ঘোষ মিতা পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ

বছরচলচ্চিত্রের শিরোনামপরিচালকপ্রযোজকলেখকটীকা
১৯৬৭চাওয়া পাওয়াহ্যাঁনানা
১৯৬৮এতটুকু আশাহ্যাঁনাহ্যাঁ
১৯৬৯নীল আকাশের নিচেহ্যাঁনানা
১৯৭০দীপ নেভে নাইহ্যাঁনানা
১৯৭০ক খ গ ঘ ঙহ্যাঁনানা
১৯৭২এরাও মানুষহ্যাঁনানা
১৯৭৪আলোর মিছিলহ্যাঁহ্যাঁহ্যাঁসেরা দশ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের একটি[9]
১৯৭৫লাঠিয়ালহ্যাঁহ্যাঁহ্যাঁবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক)
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক[6]
১৯৭৮অলংকারহ্যাঁনানা
মান অভিমানহ্যাঁনানা
১৯৮৭হারানো সুরহ্যাঁহ্যাঁহ্যাঁ
১৯৮৯সুখের সংসারহ্যাঁনানা

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "আজ ২২ ডিসেম্বর"দৈনিক যুগান্তর। ২২ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  2. ফজলে এলাহী (৬ অক্টোবর ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"বনিক বার্তা। ২০১৫-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  3. "Festival on films of golden age to begin tomorrow [আগামীকাল থেকে সোনালি যুগের চলচ্চিত্রের উৎসব শুরু]"ডেইলি নিউ এজ। ১৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  4. "বাংলা ছায়াছবি নীল আকাশের নিচে"। সাতদিন। ৮ অক্টোবর ২০১৫। ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  5. "মুক্তিযুদ্ধ ও বাংলা চলচ্চিত্র"দৈনিক জনকণ্ঠ। ১৫ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  6. "লাঠিয়াল"দৈনিক সমকাল। ১৩ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  7. আরিফ মাহমুদ (২০১৫-০৪-১৫)। "বাংলা চলচ্চিত্রের প্রথিতযশা পরিচালক এবং তাঁদের নান্দনিক কাজ"। বাংলা মুভি ডাটাবেজ। ২০১৬-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  8. "Subrata passes three decades in film industry [চলচ্চিত্রাঙ্গনে তিন যুগ পার করলেন সুব্রত]"দ্য ডেইলি নিউ ন্যাশন। ২০১৫-০৩-২৮। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  9. "Top 10 Best Freedom Fighter Films Bangladeshi [সেরা ১০ বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র]"। বাংলা হেরিটেজ। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬

বহিঃসংযোগ

বাংলা মুভি ডেটাবেজে নারায়ণ ঘোষ মিতা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.