নারায়ণগঞ্জ বন্দর

নারায়ণগঞ্জ বন্দর হল বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের একটি নদী বন্দর। এটি বাংলাদেশের অন্যতম নদী বন্দর। এই বন্দরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিকাশ ঘটেছে। বর্তমানে বন্দরটি নানা সমস্যার সম্মুখীন। বর্তমানে এই বন্দর দ্বারা প্রধানত যাত্রী পরিবহন করা হয়। এই বন্দর থেকে যাত্রীবাহী জাহাজ বা লঞ্চ গুলি ঢাকা সদরঘাট, কাঁচপুর বন্দরবরিশাল-এর মধ্যে চলাচল করে।

নারায়ণগঞ্জ বন্দর
নারায়ণগঞ্জ বন্দরগামী একটি জাহাজ
অবস্থান
দেশ বাংলাদেশ
অবস্থাননারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা বিভাগ
বিস্তারিত
মালিকবাংলাদেশ সরকার
পোতাশ্রয়ের ধরনছোট নদী বন্দর
উপলব্ধ নোঙরের স্থান

ইতিহাস

এই বন্দরটি প্রায় ১০০ বছরেরও বেশি প্রাচীন। এই বন্দরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর বেড়ে উঠেছে। এই বন্দর দ্বারা অতীতে দেশের বিভিন্ন নদী বন্দরে পণ্য চলাচল করত। এই বন্দরের দ্বারা পাট পাঠানো হতো কলকাতায়। দেশ ভাগের পর এই বন্দরের দ্বারা দেশের বিভিন্ন এলাকা থেকে পাট আনা হতো নারায়ণগঞ্জ এর পাটকল গুলিতে।

আধুনিকরন

এই বন্দরের জলের গভীরতা বড় জাহাজের নোঙর এর পক্ষে উপযুক্ত নয়।তবে ছোটো জাহাজ চলাচল করার জন্য এই বন্দরটিকে নতুন ভাবে নির্মাণের কথা চলছে।ভারত সরকার এই বন্দরে একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের চেষ্টা চালাছে।[1] এখানে বর্তমানে একটি ভাসমান ডকইয়ার্ড গড়া হয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Port of Narayanganj"। সংগ্রহের তারিখ ৩০-১১-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.