নামিবিয়া–বাংলাদেশ সম্পর্ক

নামিবিয়া–বাংলাদেশ সম্পর্ক হল নামিবিয়া এবং বাংলাদেশ রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে, যা আরো প্রসারের লক্ষ্যে দুই দেশই কাজ করে চলেছে।[1][2]

নামিবিয়া–বাংলাদেশ সম্পর্ক

বাংলাদেশ

নামিবিয়া

সামাজিক উন্নয়ন

বাংলাদেশ এবং নামিবিয়া একে অপরকে সামাজিক উন্নয়ন খাতে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশ এইচআইভি/এইডস প্রভৃতি রোগের মত স্বাস্থ্যঝুঁকি এড়াতে নামিবিয়াকে সহযোগিতা করছে, বিশেষ করে ওষুধ প্রযুক্তিক বিষয়ে।[3] নামিবিয়ার সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক এবং প্রকৌশলী নেবার জন্যেও নামিবিয়াকে আহ্বান করেছে বাংলাদেশ।[4]

অর্থনৈতিক সম্পর্ক

বাংলাদেশ এবং নামিবিয়া উভয় রাষ্ট্রই দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আগ্রহী। বাংলাদেশের পাটজাত দ্রব্যসামগ্রী, চামড়াজাত দ্রব্য, সিরামিক এবং ওষুধ নাইজেরিয় বাজারে কদর পেয়েছে।[5]

তথ্যসূত্র

  1. "President urges Namibia to recruit skilled professionals"। নিউজ টুডে। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৪
  2. "Recruit docs engineers from Bangladesh 19 June, 2009"। বাংলাদেশ টূডে। ২০০৯-০৬-১৯। ২০১৫-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৭
  3. "The President House of Bangladesh"। বঙ্গভবন। ২০০৯-০৬-১৮। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৭
  4. "Recruit docs, engineers from Bangladesh"। দ্য ডেইলি স্টার। ২০০৯-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৭
  5. "President urges Namibia to import Bangladesh products 20 September, 2011"। বাংলাদেশ টুডে। ২০১১-০৯-২০। ২০১৫-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৭

টেমপ্লেট:নামিবিয়ার বৈদেশিক সম্পর্ক

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.