ম্যান উইথ নো নেইম
নামবিহীন ব্যক্তি (ইংরেজি ভাষায়: Man with No Name; ইতালীয় ভাষায়: Uomo senza nome) সের্জিও লেওনে পরিচালিত ইতালীয় 'স্প্যাগেটি ওয়েস্টার্ন' চলচ্চিত্রের ক্লিন্ট ইস্টউড এর চরিএ।চলচ্চিত্র গুলোকে একএে ডলার্স ত্রয়ী বলা হয় । নামবিহীন ব্যক্তি ভূমিকায় অভিনীত ডলার্স ত্রয়ীর চলচ্চিত্র তিনটি হলো, আ ফিস্টফুল অফ ডলার্স(১৯৬৪), ফর আ ফিউ ডলার্স মোর(১৯৬৫) এবং দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি(১৯৬৬) ।
নামবিহীন ব্যক্তি (ইংরেজি: Man with no name) | |
---|---|
ডলার্স ত্রয়ী চরিত্র | |
প্রথম উপস্থিতি | আ ফিস্টফুল অফ ডলার্স(১৯৬৪) |
শেষ উপস্থিতি | দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি(১৯৬৬) |
স্রষ্টা | সের্জিও লেওনে |
চরিত্রায়ণ | ক্লিন্ট ইস্টউড |
ছদ্মনাম | আগুন্তুক, শিকারী, The Bounty Killer |
ডাকনাম | "জো" (আ ফিস্টফুল অফ ডলার্স) "ম্যানকো" (ফর আ ফিউ ডলার্স মোর) "ব্লানডি" (দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি) |
পেশা | Bounty hunter/bounty killer |
জাতীয়তা | মার্কিন |
যুক্তরাজ্য থেকে প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন এম্পায়ার (সাময়িকী) এর মতে, 'নামবিহীন ব্যক্তি' সর্বকালের সেরা চরিএগুলোর মধ্যে ৪৩ তম ।[1]
বহিঃসংযোগ
- টেমপ্লেট:IMDb character
- Man with no name Wiki
তথ্যসূএ
- The 100 Greatest Movie Characters| 43. The Man With No Name | Empire. www.empireonline.com (2006-12-05). Retrieved on 2013-02-22.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.