নান-নিং
নান-নিং (চীনা: 南宁; ফিনিন: Nánníng) পূর্ব এশিয়ার রাষ্ট্র গণচীনের দক্ষিণ ভাগে অবস্থিত কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি নগরী। ভৌগোলিকভাবে নগরীটি কুয়াংশির দক্ষিণভাগে একটি পাহাড়বেষ্টিত নিম্নভূমিতে অবস্থিত। এখানকার জলবায়ু উষ্ণ, মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত আর্দ্র উপক্রান্তীয় প্রকৃতির। মূল নান-নিং নগরীর আয়তন ৬৪৭৯ বর্গকিলোমিটার এবং বৃহত্তর নান-নিং এলাকার আয়তন ২২,১৮৯ বর্গকিলোমিটার। ২০১৮ সালের হিসাব অনুযায়ী বৃহত্তর নান-নিং অঞ্চলে ৭২ লক্ষের বেশি অধিবাসী বাস করত, এর মধ্যে মহানগর এলাকাতে ৪৪ লক্ষ লোকের বাস। ১৬৮০ বছর দীর্ঘ ইতিহাসের সাক্ষী নান-নিং নগরীটি কুয়াংশি অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। নগরীর অর্ধেকের বেশি লোক চীনের সংখ্যালঘু চুয়াং জাতির লোক। চীনের সবচেয়ে সবুজ নগরীগুলির অন্যতম এই নগরীতে সারা বছর সবুজ পর্ণরাজির সমারোহ লেগে থাকে এবং এর আয়তনের ৩৯% বৃক্ষে আবৃত। মাথাপিছু প্রতিটি নাগরিকের জন্য ১০০০ বর্গফুটেরও বেশি সরকারী সবুজ এলাকা আছে। তাই নান-নিংকে চীনের “সবুজ নগরী” (绿城) নামে ডাকা হয়।[1] নান-নিং নগরী চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান সংস্থাভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্যের কেন্দ্র হিসেবে কাজ করছে; এখানেই প্রতি বছর চীন-আসিয়ান বাণিজ্যমেলা (CAEXPO) অনুষ্ঠিত হয়।[1]
নান-নিং 南宁市 • Namzningz Si | |
---|---|
জেলা-স্তরের নগরী | |
কুয়াংশিতে নান-নিংয়ের অবস্থান | |
নান-নিং | |
স্থানাঙ্ক: ২২°৪৯′ উত্তর ১০৮°১৯′ পূর্ব | |
দেশ / রাষ্ট্র | গণচীন |
Region | কুয়াংশি |
সরকার | |
• Party Secretary | Wang Xiaodong |
• Mayor | Zhou Hongbo |
আয়তন | |
• জেলা-স্তরের নগরী | ২২,১৮৯ বর্গকিমি (৮,৫৬৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৪) | |
• জেলা-স্তরের নগরী | ৬৯,১৩,৮০০ |
• জনঘনত্ব | ৩১০/বর্গকিমি (৮১০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৪০,৩৭,০০০ |
সময় অঞ্চল | China Standard (ইউটিসি+8) |
Postal code | 530000 |
এলাকা কোড | 0771 |
আইএসও ৩১৬৬ কোড | CN-GX-01 |
License plate prefixes | 桂A |
ওয়েবসাইট | www |
নান-নিং | |||||||||||||||||||||||||||
চীনা নাম | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সরলীকৃত চীনা | 南宁 | ||||||||||||||||||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 南寧 | ||||||||||||||||||||||||||
হান-ইউ ফিনিন | Nánníng | ||||||||||||||||||||||||||
আক্ষরিক অর্থ | "দক্ষিণের প্রশান্তি" | ||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
চুয়াং নাম | |||||||||||||||||||||||||||
চুয়াং | Nanzningz | ||||||||||||||||||||||||||
১৯৫৭ বানান | Namƨniŋƨ |
তথ্যসূত্র
- "Introduction to Nanning"। China Daily।