নান্দীমুখ

নান্দীমুখ জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম কেন্দ্রিক একটি নাট্যগোষ্ঠী।[1] সৃজনশীল ও সময়োপযোগী নাটক তারা মঞ্চস্থ করে থাকে।[2] এর দল প্রধান হচ্ছেন নাট্যকার অভীজিৎ সেন গুপ্ত[3] জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম কেন্দ্রিক নাট্যদল হলেও তারা বিভিন্ন দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজন করে থাকে।[4][5]

পটভূমি

বিদ্রোহের কথা, বিপ্লবের গান, মুক্তিযুদ্ধের কথা, স্বাধিকার আন্দোলনের কথা, মানবিকতার কথা, অসম্প্রদায়িক চেতনার কথা নাটকের মাধ্যমে শিল্পসম্মতভাবে প্রকাশকে ধারণ কর এই নাট্যদলটি ১৯৯০ সালের ১৬ নভেম্বর যাত্রা করে এযাবৎ ১৪টি প্রযোজনা মঞ্চে এনেছে নান্দীমুখ। এক হাজারের মতো মঞ্চায়ন করেছে। নান্দীমুখ আলোচিত প্রযোজনার মধ্যে আছে ‘অন ডিউটি’, ‘জ্বালা’, ‘অলকানন্দার পুত্রকন্যা’, ‘সংবাদ কার্টুন’, ‘লাল লণ্ঠন’, ‘ক্রান্তিকাল’, ‘অর্ফিয়ুস’, ‘বেলা শেষের গল্প’, ‘ঊর্ণাজাল’, ‘খেঁকশিয়াল’ ইত্যাদি।[3][6]

কার্যক্রম

১৯৯০ সালের ১৬ নভেম্বর যাত্রা করে এযাবৎ ১৪টি প্রযোজনা মঞ্চে এনেছে নান্দীমুখ।[3][7] তাদের সর্বশেষ মঞ্চস্থ হয় নাটক আমার আমি এর প্রদর্শনী। নান্দীমুখদেশের বাইরেও বিভিন্ন সময় মঞ্চ নাটক প্রযোজনা করেছে।[8] নান্দীমুখ প্রতিবার উৎসবে নান্দীমুখ প্রতিশ্রুতিশীল নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে আসছে।[9][10][11]

প্রযোজনার তালিকা

নাটকের নামনাট্যকারের নামনির্দেশকের নাম
আমার আমঅসীম দাশ
ঊর্ণাজাল
অর্ফিয়ুস

তথ্যসূত্র

  1. "সুখবর দিলেন চট্টগ্রামের নাট্যকর্মীরা"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  2. "চট্টগ্রাম শিল্পকলায় শুরু হলো গ্রুপ থিয়েটার নাট্যোত্সব | সারাদেশ বিনোদন"ittefaq। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  3. "নান্দীমুখের উৎসবে চার দেশের নাটক"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  4. "'নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব'"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  5. "আজ নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  6. ব্যুরো, চট্টগ্রাম; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চট্টগ্রামে আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  7. "Week-long monodrama festival ends today"Week-long monodrama festival ends today | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  8. "যুগান্তর"। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  9. "নান্দীমুখ সম্মাননা পাচ্ছেন চার নাট্য নির্দেশক"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  10. "রজত জয়ন্তীতে নান্দীমুখের আন্তর্জাতিক নাট্যোৎসব"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
  11. "চলছে থিয়েটার ওয়ার্কশপের নাট্যোত্সব"www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.