নানা পাটেকর
নানা পাটেকর একজন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্রাভিনেতা। তিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন ও একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। পারিন্দা (১৯৮৯) সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান। ২০১৩ সালে চলচ্চিত্র ও শিল্পে অবদানের কারণে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। অপহরণ ছবিতে খলনায়কের চরিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পান তিনি। তার পরিচালিত চলচ্চিত্র প্রহার, দ্যা ফাইনাল এটাক।
নানা পাটেকর | |
---|---|
![]() নানা পাটেকর | |
জন্ম | বিশ্বনাথ পাটেকর ১ জানুয়ারি ১৯৫১ মহারাষ্ট্র, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | নানা |
মাতৃশিক্ষায়তন | স্যার জে জে ইনস্টিটিউট অফ এপ্লায়েড আর্টস |
পেশা | অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন | ১৯৭৮–বর্তমান |
প্রতিষ্ঠান | নাম ফাউন্ডেশন |
দাম্পত্য সঙ্গী | নীলাকন্ঠি পাটেকর |
সন্তান | মল্লার পাটেকর |
পিতা-মাতা | দিনকর পাটেকর সঞ্জনাবাই পাটেকর |
পুরস্কার | পদ্মশ্রী (২০১৩) |
প্রারম্ভিক জীবন
নানা পাটেকর মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার আদি নাম ছিল বিশ্বনাথ। মুম্বাইয়ের জে জে আর্ট ইনস্টিটিউট থেকে শিক্ষা সম্পূর্ণ করেন তিনি।
চলচ্চিত্র জীবন
নানা পাটেকর বিভিন্ন ধরনের চরিত্র করার জন্যে প্রসিদ্ধ। তার প্রথম ছবি গমন (১৯৭৮)। এর পরে মারাঠি চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় অভিনয় জীবন শুরু করেন তিনি।
অভিনয় তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা | |
---|---|---|---|---|
১৯৭৮ | গমন | Vasu | ||
১৯৭৯ | সিংহাসন | Marathi film | ||
১৯৮০ | ভালু | Marathi film | ||
১৯৮২ | রঘু ময়না | Marathi film | ||
১৯৮৩ | সাবিত্রী | Marathi film | ||
১৯৮৪ | আজ কি আওয়াজ | Jagmohandas | ||
১৯৮৫ | গড় জেজুরি জেজুরি | Marathi film | ||
১৯৮৬ | অঙ্কুশ | রবি | ||
লর্ড মাউন্টব্যাটেন: দ্য লাস্ট ভাইসরয় | নাথুরাম গডসে | |||
মাফিচা সাক্ষীদার | Rajendra Jakkal | Marathi film based on Joshi-Abhyankar serial murders | ||
ফাঁসিকা ফান্দা | Raghvendra | |||
১৯৮৭ | সূত্রধর | Kumar | ||
মোহরে | Abdul | |||
অন্ধা যুধ | S.P. Suhas Dandekar | |||
প্রতিঘাত | Ex-Constable Karamveer | |||
১৯৮৮ | তৃষাগ্নি | |||
সালাম বোম্বে! | Baba | |||
1990s | Jungle Book Shōnen Mowgli (Hindi) | Sher Khan (Voice) | ||
1990 | পারিন্দা | Anna Seth | ||
থোড়াসা রুমানি হো যায়ে | Natwarlal aka Dhrushtadyumna Padmanabh Prajapati Neelkant Dhumketu Barish Kar | |||
1991 | প্রহার: দ্য ফাইনাল এটাক | মেজর চৌহান | ||
দিশা | Vasant D. Mandre | |||
Diksha | Koga Pandit | |||
1992 | রাজু বন গয়ে জেন্টলম্যান | Jai | ||
অংগার | Majid Khan | |||
১৯৯৩ | তিরঙ্গা | Shivajirao Wagle | ||
1994 | ক্রান্তিবীর | Pratap Narayan Tilak | ||
অভয় | Ghost | |||
1995 | Hum Dono | Vishal Saigal | ||
১৯৯৬ | Agni Sakshi | Vishwanath | ||
'খামোশি: দ্যা মিউজিক্যাল | জোসেফ ব্রাগানজা | |||
১৯৯৭ | Ghulam-E-Mustafa | Ghulam-E-Mustafa | ||
যশোয়ন্ত | যশোবন্ত লোহার | |||
১৯৯৮ | যুগপুরুষ | অনিরুদ্ধ | ||
ওয়াজুদ | Malhar Gopaldas Agnihotri/Col. Latti | |||
১৯৯৯ | হু তু তু | ভাউ | ||
কোহরাম | মেজর অজিত | |||
২০০০ | Gang | Abdul | ||
তরকিব | যশরাজ প্যাটেল | |||
২০০২ | বধ | ডা. অর্জুন সিং | ||
শক্তি: দ্য পাওয়ার | Narasimha | |||
২০০৩ | Bhoot | Inspector Liyaqat Qureshi | ||
ডরনা মানা হ্যায় | John Rodrigues | |||
আঁচ | Mahadev | |||
২০০৪ | Ab Tak Chhappan | Inspector Sadhu Agashe | ||
২০০৫ | অপহরণ | Tabrez Alam | ||
পক পক পকাক | Bhutya | Marathi film | ||
ব্লাফমাস্টার! | Chandru Parekh | |||
২০০৬ | Taxi No. 9211 | Raghav Shastri | ||
২০০৭ | Hattrick | Doctor | ||
দশ কহানিয়া | Man Carrying balloons for dead wife in the story "Gubbare" | |||
ওয়েলকাম | ডন উদয় শেট্টি / শংকর শেট্টি | |||
Yatra | Dasrath Joglekar | |||
The Pool | Bunglow Owner | |||
২০০৮ | Ek: The Power of One | CBI Officer Rane | ||
বোম্মালাত্তম | Film Director | Tamil Film | ||
২০০৯ | Horn 'Ok' Pleassss | Govinda | ||
২০১০ | পাঠশালা | Principal Aditya Sahay | ||
রাজনীতি | Brij Gopal | |||
তুম মিলো তো সহি | Subramanium | |||
Yaksha | Police Officer | Kannada Film | ||
২০১১ | শাগরিদ | Hanumant Singh | ||
দেউল | Bhau Galande | Marathi film | ||
২০১২ | Kamaal Dhamaal Malamaal | Kallu | ||
২০১৩ | [[দ্য এটাক অন ২৬/১১(সিনেমা) | রাকেশ মারিয়া, Joint Commissioner of Police (Crime).[1][2] | ||
It's My Life | Businessman | |||
Hungame Pe Hungama | Jigar Bhaiya | |||
২০১৪ | Dr. Prakash Baba Amte: The Real Hero | Dr. Prakash Amte | Marathi film | |
Yashwantrao Chavan– Bakhar Eka Vaadalaachi | Pratap Deshmukh | Marathi film | ||
২০১৫ | Ab Tak Chhappan 2 | Inspector Sadhu Agashe | ||
ওয়েলকাম ব্যাক | উদয় শেট্টী | |||
২০১৬ | Natsamrat | Ganpatrao Ramchandra Belwalkar | Marathi film | |
The Jungle Book (Hindi) | Shere Khan (Voice) | |||
তড়োকা | Tukaram | Hindi film | ||
২০১৮ | ওয়েডিং এনিভারসারি | Nagarjun | Hindi film |
ব্যক্তিগত জীবন
তার স্ত্রীর নাম নীলকণ্ঠী পাটেকর। একটি পুত্রসন্তান আছে তাদের। নাম মল্লার পাটেকর। বর্তমানে নানা পাটেকরের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। নানা রাইফেল শুটিং অনুশীলন করেন। তিনি জিভি মভলঙ্কর রাইফেল শুট প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী ব্যক্তি।
সম্মান
২০১৩ সালে কলা বিভাগে বিশেষ অবদানের জন্য মহারাষ্ট্র রাজ্যের সুপারিশে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।
তথ্যসূত্র
- "Nana Patekar essays Rakesh Maria in RGV's 26/11 film"। Mid-day.com। ২০১২-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৩।
- "Ramu and Nana reunite after 10 years"। Koimoi.com। ২০১২-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৩।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নানা পাটেকর (ইংরেজি)