নানা পাটেকর

নানা পাটেকর একজন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্রাভিনেতা। তিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন ও একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। পারিন্দা (১৯৮৯) সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান। ২০১৩ সালে চলচ্চিত্র ও শিল্পে অবদানের কারণে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। অপহরণ ছবিতে খলনায়কের চরিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পান তিনি। তার পরিচালিত চলচ্চিত্র প্রহার, দ্যা ফাইনাল এটাক।

নানা পাটেকর
নানা পাটেকর
জন্ম
বিশ্বনাথ পাটেকর

(1951-01-01) ১ জানুয়ারি ১৯৫১
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামনানা
মাতৃশিক্ষায়তনস্যার জে জে ইনস্টিটিউট অফ এপ্লায়েড আর্টস
পেশাঅভিনেতা, চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৯৭৮–বর্তমান
প্রতিষ্ঠাননাম ফাউন্ডেশন
দাম্পত্য সঙ্গীনীলাকন্ঠি পাটেকর
সন্তানমল্লার পাটেকর
পিতা-মাতাদিনকর পাটেকর
সঞ্জনাবাই পাটেকর
পুরস্কারপদ্মশ্রী (২০১৩)

প্রারম্ভিক জীবন

নানা পাটেকর মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার আদি নাম ছিল বিশ্বনাথ। মুম্বাইয়ের জে জে আর্ট ইনস্টিটিউট থেকে শিক্ষা সম্পূর্ণ করেন তিনি।

চলচ্চিত্র জীবন

নানা পাটেকর বিভিন্ন ধরনের চরিত্র করার জন্যে প্রসিদ্ধ। তার প্রথম ছবি গমন (১৯৭৮)। এর পরে মারাঠি চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় অভিনয় জীবন শুরু করেন তিনি।

অভিনয় তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
১৯৭৮গমনVasu
১৯৭৯সিংহাসনMarathi film
১৯৮০ভালুMarathi film
১৯৮২রঘু ময়নাMarathi film
১৯৮৩সাবিত্রীMarathi film
১৯৮৪আজ কি আওয়াজJagmohandas
১৯৮৫গড় জেজুরি জেজুরিMarathi film
১৯৮৬ অঙ্কুশরবি
লর্ড মাউন্টব্যাটেন: দ্য লাস্ট ভাইসরয়নাথুরাম গডসে
মাফিচা সাক্ষীদারRajendra JakkalMarathi film
based on Joshi-Abhyankar serial murders
ফাঁসিকা ফান্দাRaghvendra
১৯৮৭ সূত্রধরKumar
মোহরেAbdul
অন্ধা যুধS.P. Suhas Dandekar
প্রতিঘাতEx-Constable Karamveer
১৯৮৮ তৃষাগ্নি
সালাম বোম্বে!Baba
1990sJungle Book Shōnen Mowgli (Hindi)Sher Khan (Voice)
1990 পারিন্দাAnna Seth
থোড়াসা রুমানি হো যায়েNatwarlal aka Dhrushtadyumna Padmanabh
Prajapati Neelkant Dhumketu Barish Kar
1991 প্রহার: দ্য ফাইনাল এটাকমেজর চৌহান
দিশাVasant D. Mandre
DikshaKoga Pandit
1992 রাজু বন গয়ে জেন্টলম্যানJai
অংগারMajid Khan
১৯৯৩তিরঙ্গাShivajirao Wagle
1994 ক্রান্তিবীরPratap Narayan Tilak
অভয়Ghost
1995Hum DonoVishal Saigal
১৯৯৬ Agni SakshiVishwanath
'খামোশি: দ্যা মিউজিক্যালজোসেফ ব্রাগানজা
১৯৯৭ Ghulam-E-MustafaGhulam-E-Mustafa
যশোয়ন্তযশোবন্ত লোহার
১৯৯৮ যুগপুরুষঅনিরুদ্ধ
ওয়াজুদMalhar Gopaldas Agnihotri/Col. Latti
১৯৯৯ হু তু তুভাউ
কোহরামমেজর অজিত
২০০০ GangAbdul
তরকিবযশরাজ প্যাটেল
২০০২ বধডা. অর্জুন সিং
শক্তি: দ্য পাওয়ারNarasimha
২০০৩ BhootInspector Liyaqat Qureshi
ডরনা মানা হ্যায়John Rodrigues
আঁচMahadev
২০০৪Ab Tak ChhappanInspector Sadhu Agashe
২০০৫ অপহরণTabrez Alam
পক পক পকাকBhutyaMarathi film
ব্লাফমাস্টার!Chandru Parekh
২০০৬Taxi No. 9211Raghav Shastri
২০০৭ HattrickDoctor
দশ কহানিয়াMan Carrying balloons for dead wife in the story "Gubbare"
ওয়েলকামডন উদয় শেট্টি / শংকর শেট্টি
YatraDasrath Joglekar
The PoolBunglow Owner
২০০৮ Ek: The Power of OneCBI Officer Rane
বোম্মালাত্তমFilm DirectorTamil Film
২০০৯Horn 'Ok' PleassssGovinda
২০১০ পাঠশালাPrincipal Aditya Sahay
রাজনীতিBrij Gopal
তুম মিলো তো সহিSubramanium
YakshaPolice OfficerKannada Film
২০১১ শাগরিদHanumant Singh
দেউলBhau GalandeMarathi film
২০১২Kamaal Dhamaal MalamaalKallu
২০১৩ [[দ্য এটাক অন ২৬/১১(সিনেমা)রাকেশ মারিয়া, Joint Commissioner of Police (Crime).[1][2]
It's My LifeBusinessman
Hungame Pe HungamaJigar Bhaiya
২০১৪ Dr. Prakash Baba Amte: The Real HeroDr. Prakash AmteMarathi film
Yashwantrao Chavan– Bakhar Eka VaadalaachiPratap DeshmukhMarathi film
২০১৫ Ab Tak Chhappan 2Inspector Sadhu Agashe
ওয়েলকাম ব্যাক উদয় শেট্টী
২০১৬ NatsamratGanpatrao Ramchandra BelwalkarMarathi film
The Jungle Book (Hindi)Shere Khan (Voice)
তড়োকাTukaramHindi film
২০১৮ ওয়েডিং এনিভারসারিNagarjunHindi film

ব্যক্তিগত জীবন

তার স্ত্রীর নাম নীলকণ্ঠী পাটেকর। একটি পুত্রসন্তান আছে তাদের। নাম মল্লার পাটেকর। বর্তমানে নানা পাটেকরের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। নানা রাইফেল শুটিং অনুশীলন করেন। তিনি জিভি মভলঙ্কর রাইফেল শুট প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী ব্যক্তি।

সম্মান

২০১৩ সালে কলা বিভাগে বিশেষ অবদানের জন্য মহারাষ্ট্র রাজ্যের সুপারিশে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।

তথ্যসূত্র

  1. "Nana Patekar essays Rakesh Maria in RGV's 26/11 film"। Mid-day.com। ২০১২-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৩
  2. "Ramu and Nana reunite after 10 years"। Koimoi.com। ২০১২-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.