নাদিরা (অভিনেত্রী)

ফ্লোরেন্স ইজিকিয়েল নাদিরা (৫ ডিসেম্বর ১৯৩২ - ৯ ফেব্রুয়ারি ২০০৬), সাধারণভাবে নাদিরা নামে পরিচিত, তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন অভিনেত্রী ছিলেন। ১৯৫০ ও ১৯৬০-এর দশকের চলচ্চিত্র আন (১৯৫২), শ্রী ৪২০ (১৯৫৫), পাকিজা (১৯৭২) এবং জুলি (১৯৭৫) এর মতো চলচ্চিত্রগুলিতে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন, জুলি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।[1]

ফ্লোরেন্স ইজিকিয়েল নাদিরা
শ্রী ৪২০ ছবিতে নাদিরা (১৯৫৫)
জন্ম(১৯৩২-১২-০৫)৫ ডিসেম্বর ১৯৩২
মৃত্যু৯ ফেব্রুয়ারি ২০০৬(2006-02-09) (বয়স ৭৩)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫২–২০০১

প্রাথমিক জীবন

নাদিরার জন্ম বাগদাদী ইহুদি পরিবারে। তিনি তার দুই ভাই দ্বারা উদ্বর্তিত, তাদের একজন আমেরিকা এবং অন্যজন ইস্রায়েলে থাকেন।[2] চলচ্চিত্র পরিচালক মেহবুব খানের স্ত্রী সরদার আখতারের মাধ্যমে আন ছবিতে অভিনয়ের মাধ্যমে নাদির চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

কর্মজীবন

১৯৫২ সালে আন চলচ্চিত্রের মধ্য দিয়ে নাদিরা সিনেমা জগতে খ্যাতি অর্জন করেন, সেখানে তিনি রাজপুত রাজকন্যার চরিত্রে অভিনয় করেন।তিনি মুভিতে একটি সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন।[3] ১৯৫৫ সালে তিনি শ্রী ৪২০ ছবিতে মায়া নামে একটি ধনী ব্যক্তির ভূমিকায় অভিনয় করেন। তিনি দিল আপনা আউর প্রীত পরায়, হংসে জখম, আমার আকবর অ্যান্টনি এবং ''পাকিজা''র মতো বেশ কয়েকটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তিনি সিপাহসালার (১৯৫৬) ছবিতে শাম্মী কাপুরের সাথে কাজ করেছিলেন। তাকে প্রায়শই একজন প্রলোভনকারী বা রক্তচোষা হিসাবে নেওয়া হয়, এবং বলিউড চলচ্চিত্র শিল্পে মার্জিত নায়িকার বিপরীতে অভিনয় করেছেন।

১৯৭৫ সালে ''জুলি'' চলচ্চিত্রে জুলির মা মার্গারেট, 'ম্যাগি' চরিত্রে অভিনয়ের জন্য নাদিরা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে তিনি তার কেরিয়ারের একটি নতুন পর্বে প্রবেশ করেন, তিনি পার্শ্ব অভিনেত্রী হিসাবে বয়স্ক মহিলার ভূমিকায় অভিনয় করেন। জোশ (২০০০) ছবিতে তিনি শেষবারের মতো অভিনয় করেন। দীর্ঘদিনের কর্মজীবনে পশ্চিমা পোশাকের কারণে তার বেশিরভাগ স্মরণীয় সিনেমাতে তাঁর চরিত্রটি ছিল খ্রিস্টান বা অ্যাংলো-ইন্ডিয়ান চরিত্রের। দিলীপ কুমারের বিপরীতে আন চলচ্চিত্রটিতে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম পাওয়া যায়, সেখানে তিনি রাজপুত রাজকন্যার ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও শ্রী ৪২০ ছবিতে কোনও ধর্মীয় অনুষঙ্গ স্পষ্টভাবে দেখানো হয়নি: তার চরিত্রটির নাম ছিল মায়া, যা অবধারিতভাবে খ্রিস্টান নাম নয়। প্রকৃতপক্ষে, মায়া ভারতে একটি প্রচলিত নাম, সংস্কৃত শব্দটি মায়াজাল থেকে এসেছে।

তার প্রচেষ্টার জন্য তিনি বেশ ভালই বেতন পেয়েছেন এবং ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম রোলস-রয়েসের মালিক হয়েছেন।

ব্যক্তিগত জীবন

জীবনের শেষভাগে তিনি মুম্বাইয়ে একা থাকতেন, কারণ তার অনেক আত্মীয় ইস্রায়েলে চলে গিয়েছে, শেষ তিন বছর তিনি কেবলমাত্র তার একমাত্র গৃহকর্মীকে সাথে নিয়ে তাঁর কনডমিনিয়ামে বাস করেছেন।

২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি দীর্ঘদিন অসুস্থতার পরে নাদিরা ৭৩ বছর বয়সে ভারতের মুম্বইয়ের তাড়দেওয়ের ভাটিয়া হাসপাতালে মারা যান।[4]

চলচ্চিত্রের তালিকা

অভিনয় করা চলচ্চিত্রের তালিকা
বছরচলচ্চিত্রভূমিকামন্তব্য
২০০১জোহরা মহলজোহরা মহল
২০০০জোশলেডি ডি'কস্টা
১৯৯৯কটন মেরিম্যাটি
১৯৯৭তামান্না
১৯৯৭মার্গারিটা (জি টিভি) (টিভি ধারাবাহিক)
১৯৯৫এক থা রাস্টি (টিভি ধারাবাহিক)
১৯৯২গডফাদার
১৯৯২মেহবুবা
১৯৯১ঝুথি শানরানীমা
১৯৯১হাসান দা চোর
১৯৯১লাইলা
১৯৮৮মওলা বকশ
১৯৮৫সাগরমিস জোসেফ
১৯৮৪কিম (টিভি ধারাবাহিক)কুলুর বিধবা স্ত্রী
১৯৮২রাস্তে পেয়ার কে
১৯৮২আশান্তিস্কুলের অধ্যক্ষ
১৯৮১দহশতমিসেস বিশাল
১৯৮১আস পাস
১৯৮০চাল বাজ
১৯৮০স্বয়াম্বরদুর্গাদেবী ভার্গব
১৯৭৯দুনিয়া মেরি জেব মেইন
১৯৭৯বিন ফেরে হুম তেরে
১৯৭৯মাগরুরমিসেস দিশা
১৯৭৮নওক্রিলিলি
১৯৭৭আপ কি খাতির
১৯৭৭আশিক হুন বাহারন কাহীরা (জামুন্দাসের স্ত্রী)
১৯৭৭আমার আকবর অ্যান্টনিসৎমা
১৯৭৭ডার্লিং ডার্লিং
১৯৭৭পাপিবিক্রমের গাড়ির ধাক্কায় আঘাতপ্রাপ্ত বৃদ্ধা মহিলা
১৯৭৬ভানওয়ারশারদা দেবী
১৯৭৫ধর্মাত্মা
১৯৭৫জুলিমার্গারেট 'ম্যাগি' (জুলির মা)
১৯৭৫কাহতে হ্যায় মুঝকো রাজা
১৯৭৫মেরে সরতাজ
১৯৭৪ফসলা
১৯৭৪ইশক ইশক ইশক
১৯৭৪ওহ মেইন নাহিন
১৯৭৩এক নারী দো রূপ
১৯৭৩হংসে জখম
১৯৭৩পেয়ার কা রিশতা
১৯৭২এক নজরআমিনাবাই
১৯৭২রাজা জনি
১৯৭১কাহিন আর কাহিন পার
১৯৭২আনোখা দান
১৯৭২পাকিজাম্যাডাম গওহর জান
১৯৭১বোম্বে টকিঅঞ্জনা দেবী
১৯৭০চেতনানির্মলা
১৯৭০ইশক পর জোর নাহিন
১৯৭০সফরমিসেস কাপুর (শেখরের মা)
১৯৬৯দ্য গুরুবারাঙ্গনা
১৯৬৯ইনসাফ কা মন্দির
১৯৬৯জাহান পেয়ার মাইল
১৯৬৯তালাশলাল শাড়িতে প্রণয়কৌতুকী মহিলা
১৯৬৮কাহিন দিন কাহিন রাতমিসেস ইন্দ্রাণী
১৯৬৮সপনোন কা সওদাগররঞ্জনার মা
১৯৬৩মেরি সুরত তেরে আঁখেন
১৯৬৫ছোটি ছোটি বাতেইন
১৯৬০দিল আপনা অর প্রীত পরাইমিসেস কুসুম সুশীল বর্মা
১৯৬০কালা বাজারস্বভূমিকায়
১৯৫৮পুলিশ
১৯৫৬গেলিব্তে করিন্না
১৯৫৬পকেট মার
১৯৫৬সমুন্দরী ডাকু
১৯৫৬সিপাহসালার
১৯৫৬শ্রী ৪২০মায়া
১৯৫৫জলন
১৯৫৫রাফতার
১৯৫৪ডাক বাবু
১৯৫৪ওয়ারিসকান্তে
১৯৫৩নাগমা
১৯৫২আনপ্রিন্সেস রাজশ্রী

তথ্যসূত্র

  1. awards IMDb
  2. "Jewish Stars of Bollywood", Haaretz, 14 April 2013.
  3. "The Week"। Week.manoramaonline.com। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১০
  4. "Front Page : Actress Nadira passes away"। The Hindu। ২০০৬-০২-১০। ২০১৩-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.