নাদিয়া আফরিন মিম

নাদিয়া আফরিন মিম (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৯৫) বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন।[1][2]


নাদিয়া আফরিন মিম
জন্ম (1995-02-12) ১২ ফেব্রুয়ারি ১৯৯৫
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামনাদিয়া মিম
নাগরিকত্ববাংলাদেশী
শিক্ষাইংরেজি (সম্মান)
মাতৃশিক্ষায়তনইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
পেশা
কর্মজীবন২০১৪  বর্তমান
পরিচিতির কারণলাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা
উচ্চতা ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)
টেলিভিশনলাক্স-চ্যানেল আই সুপারস্টার
উপাধিবিজয়ী
মেয়াদ২০১৪
দাম্পত্য সঙ্গীসাফায়াত আলী (বি. ২০১৬; বিচ্ছেদ. ২০১৮)
পুরস্কারবাংলাদেশ
লাক্স-চ্যানেল আই সুপারস্টার

প্রাথমিক জীবন

নাদিয়া আফরিন মিম ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতকার্য হয়ে পরবর্তিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) করেন।

ব্যক্তিগত জীবন

২০১৬ সালের ২৮ এপ্রিল বহুজাতিক কোম্পানির কর্মকর্তা সাফায়াত আলী চয়নের সঙ্গে বিয়ে হয় নাদিয়া মিমের। কিন্তু পারস্পরিক মতভেদের কারণে ২০১৮ সালের মে মাসের শেষদিকে এই দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটে।[3][4][5]

কর্মজীবন

নাদিয়া আফরিন মিম দুষ্টু ছেলের দল[6], রুম নাম্বার ১৩[7], মানুষ হতে সাবধান সহ বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে সকলের নজরে আসেন। ফলস্বরূপ তিনি আরও নাটক এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের সুযোগ লাভ করেন। এছাড়াও তিনি ব্যাপকভাবে প্রশংসিত টেলিভিশন নাটক এক্স ফ্যাক্টর রিলোডেড[8]-এ অভিনয় করেছেন।

তিনি বোম্বে সুইটসের জুসি, প্রাণ মি. নুডলস, সেফলি টি[9] সহ বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন।

অভিনীত নাটকসমূহ

অসম্পূর্ণ তালিকা
  • মানুষ হতে সাবধান
  • দুষ্টু ছেলের দল
  • লাইফ ইজ বিউটিফুল
  • ব্যাচেলর পয়েন্ট (মরশুম ১)
  • উইন্ড অব চেঞ্জ[10]
  • আধুনিক ছেলে
  • সুদ্ধ মোখলেছ
  • বিয়ে বিড়ম্বনা
  • সুপার গার্লস[11]
  • মেঘের পর মেঘ জমেছে
  • ছন্নছাড়া
  • বিদেশি পাড়া

তথ্যসূত্র

  1. "নাটকের চরিত্রে স্বপ্নে লালন করেন মিম"দৈনিক গ্রামের কাগজ। ১ এপ্রিল ২০১৭। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮
  2. "রিয়াজের সঙ্গে নাদিয়া আফরিন"jagonews24.com। ৬ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮
  3. "ভেঙে গেল লাক্স তারকা নাদিয়া মিমের বিয়ে"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫
  4. "সংসার ভাঙল মিমের"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫
  5. "ডিভোর্সের পর কাজে ফিরেছেন নাদিয়া মিম"deshebideshe.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫
  6. "'দুষ্টু ছেলের দল'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪
  7. "টেলিফিল্ম - রুম নাম্বার ১৩"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪
  8. "এবারও 'এক্স-ফ্যাক্টর', তবে..."দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪
  9. "বর-কনের বেশে ইমন ও মিম"বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪
  10. "মাহফুজ-নাদিয়ার 'উইন্ড অব চেঞ্জ'"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪
  11. "এই মেয়েরা 'সুপার গার্লস'"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
সামিয়া সাঈদ
লাক্স-চ্যানেল আই সুপারস্টার
২০১৪
উত্তরসূরী
মিম মানতাসা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.