নাটোর-৪

নাটোর-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নাটোর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬১নং আসন।

নাটোর-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানাটোর জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার৩,৭১,৭৫০ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদআব্দুল কুদ্দুস

সীমানা

নাটোর-৪ আসনটি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলাবড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ আবুল কাশেম সরকার জাতীয় পার্টি[3]
১৯৮৮ আবুল কাশেম সরকার জাতীয় পার্টি[4]
১৯৯১ আব্দুল কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ একরামুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আব্দুল কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ মোজাম্মেল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আব্দুল কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আব্দুল কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আব্দুল কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: নাটোর-৪[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুল কুদ্দুস ১,৬০,৫৪৯ ৫৭.৪ +২৩.২
বিএনপি মোজাম্মেল হক ১,১৫,৪০৯ ৪১.২ -৬.৮
ইসলামী আন্দোলন মুহাম্মদ আবদুল লতিফ মিয়া হেলাল ২,১৪০ ০.৮ প্র/না
জাকের পার্টি বিমল কুমার মিত্র ৮৩২ ০.৩ প্র/না
কেএসজেএল মোঃ শহীদুল ইসলাম মুন্সী ৩১১ ০.১ প্র/না
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন মোঃ মঞ্জুর আলম ২৬৫ ০.১ প্র/না
কমিউনিস্ট পার্টি রমনাথ মহাথো ২৫৯ ০.১ প্র/না
প্রগদ এ এম আমিরুল হক ৫৯ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৫,১৪০ ১৬.১ +২.৩
ভোটার উপস্থিতি ২,৭৯,৮২৪ ৯৩.১ +৬.৫
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নাটোর-৪[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোজাম্মেল হক ১,১১,৬২৬ ৪৮.০ +১৩.৬
আওয়ামী লীগ আব্দুল কুদ্দুস ৭৯,৪৫০ ৩৪.২ -৩.৪
স্বতন্ত্র মোঃ এশরাত আলী ৩১,৩৩৩ ১৩.৫ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আবু হাসান ১০,০০৬ ৪.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩২,১৭৬ ১৩.৮ +১০.৬
ভোটার উপস্থিতি ২,৩২,৪১৫ ৮৬.৬ +২.৪
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নাটোর-৪[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুল কুদ্দুস ৬৭,০১৩ ৩৭.৬ +১.৮
বিএনপি মোজাম্মেল হক ৬১,৩৭৮ ৩৪.৪ +৩.৪
জাতীয় পার্টি মোঃ আবুল কাশেম সরকার ৩৫,৪১৪ ১৯.৯ +৭.২
জামায়াতে ইসলামী মোঃ আবদুল হাই সরকার ১২,৭৩৬ ৭.১ -১২.০
ইসলামী ঐক্য জোট মোঃ আবদুল লতিফ মিয়া ১,০০৫ ০.৬ প্র/না
জাকের পার্টি সাইফুদ্দৌলা সাবু ৪৭৬ ০.৩ -০.৩
গণফোরাম আবদুল হক খান ২৬৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫,৬৩৫ ৩.২ -১.৬
ভোটার উপস্থিতি ১,৭৮,২৮৫ ৮৪.২ +১১.৩
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: নাটোর-৪[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুল কুদ্দুস ৫৪,৮৬০ ৩৫.৮
বিএনপি মোজাম্মেল হক ৪৭,৫৬৬ ৩১.০
জামায়াতে ইসলামী মোঃ আবদুল হাই সরকার ২৯,২৪৯ ১৯.১
জাতীয় পার্টি আবুল কাশেম সরকার ১৯,৪৫২ ১২.৭
জাকের পার্টি মোঃ সাইফুদ্দৌলা সবু ৮৭৬ ০.৬
জাসদ (রব) আবু হাসান ৬০৩ ০.৪
ফ্রিডম পার্টি মোঃ মেহের আলী বিশ্বাস ৪০৬ ০.৩
বাকশাল এম এ খালেক ৩৩৯ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৭,২৯৪ ৪.৮
ভোটার উপস্থিতি ১,৫৩,৩৫১ ৭২.৯
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.