নাটু বাবুর জমিদার বাড়ি
নাটু বাবুর জমিদার বাড়ি বাংলাদেশ এর বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।[1][2][3]
নাটু বাবুর জমিদার বাড়ি | |
---|---|
সাধারণ তথ্য | |
ধরন | বাসস্থান |
অবস্থান | বাকেরগঞ্জ উপজেলা |
ঠিকানা | শ্যামপুর গ্রাম |
শহর | বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা |
দেশ | বাংলাদেশ |
খোলা হয়েছে | ১৬০০ |
স্বত্বাধিকারী | প্রসন্ন কুমার রায় চৌধুরী |
কারিগরী বিবরণ | |
পদার্থ | ইট, সুরকি ও রড |
ইতিহাস
জমিদার প্রসন্ন কুমার রায় চৌধুরী ১৬০০ শতকের দিকে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তবে উক্ত বাড়িটি জমিদার বাড়ির ও জমিদার বংশের শেষ জমিদার নাটু বাবুর নামানুসারে জনসাধারণের কাছে নাটু বাবুর জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এই জমিদার বাড়িটি মুক্তিযুদ্ধকালীন সময়ের জন্য বেশ পরিচিত। কেননা মুক্তিযোদ্ধদের জন্য একমাত্র আশ্রয়কেন্দ্র ছিল এই বাড়িটি। এখানে বসেই পাকিস্তানি সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করার সকল পরিকল্পনা করা হতো। তবে দেশ স্বাধীন হওয়ার তিন বছর পর শেষ জমিদার এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা নাটু বাবুকে মুক্তিযুদ্ধবিরোধীরা হত্যা করে।[4][5][6][7]
তথ্যসূত্র
- "উপজেলার ঐতিহ্যঃ বাকেরগঞ্জ উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯।
- "মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাকেরগঞ্জের জমিদার বাড়ি || শেষের পাতা"। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯।
- "বেদখলের পথে নাটু বাবুর জমিদার বাড়ি"। দৈনিক জাগরন। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯।
- "মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাড়ি দখলের অপচেষ্টা (ভিডিও)"। Ekushey TV। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯।
- "বাকেরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাড়ি দখলের চেষ্টা"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯।
- "বিলীন হয়ে যাচ্ছে বাকেরগঞ্জের ঐতিহাসিক নিদর্শন | সারাদেশ | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯।
- "ভ্রমণকন্যা এলিজা এখন বরিশালে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.