নাজিরহাট কমিউটার

নাজিরহাট কমিউটার (ট্রেন নাম্বার- নাজিরহাট কমিউটার-১/২/৩/৪/৫/৬) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি সল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি চট্টগ্রাম থেকে নাজিরহাটে সারাদিনে ৬ বার চলাচল করে।[1][2][3]

নাজিরহাট কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
স্থানবাংলাদেশ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুচট্টগ্রাম রেলওয়ে স্টেশন
শেষনাজিরহাট রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়১ ঘণ্টা ৪০ মিনিট
পরিষেবার হার৬ দিন (শুক্রবার বন্ধ)
রেল নংনাজিরহাট কমিউটার-১/২/৩/৪/৫/৬
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি)

যাত্রাপথ ও রেলপথ

নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম> ষোলশহর> ফতেয়াবাদ> চারিয়া মাদ্রাসা> নাজিরহাট মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

নাজিরহাট কমিউটার যেসকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় নিম্নে তা উল্লেখ করা হলো:

সময়সূচি

নাজিরহাট কমিউটার ট্রেনের সময়সূচি[4] নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)

  • নাজিরহাট কমিউটার-১ = চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৬টা ৪৫ মিনিটে, নাজিরহাট পৌঁছায় সকাল ৮টা ২৫ মিনিটে।
  • নাজিরহাট কমিউটার-২ = নাজিরহাট থেকে ছাড়ে সকাল ৯টা ১৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় সকাল ১০ট ৫০ মিনিটে।
  • নাজিরহাট কমিউটার-৩ = চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ১১টা ৩০ মিনিটে, নাজিরহাট পৌঁছায় দুপুর ১টা ১০ মিনিটে।
  • নাজিরহাট কমিউটার-৪ = নাজিরহাট থেকে ছাড়ে দুপুর ১টা ১৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় দুপুর ২টা ৪০ মিনিটে।
  • নাজিরহাট কমিউটার-৫ = চট্টগ্রাম থেকে ছাড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, নাজিরহাট পৌঁছায় রাত ৮টা ১৫ মিনিটে।
  • নাজিরহাট কমিউটার-৬ = নাজিরহাট থেকে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় রাত ১০টায়।

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা

তথ্যসূত্র

  1. "চট্টগ্রাম-নাজিরহাট লাইনে আরও একজোড়া ডেমু"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩
  2. "সংকেত না দিয়েই শ্বশুরবাড়ি গেলেন ট্রেনের সিগনাল গার্ড, অতঃপর..."যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩
  3. "যাত্রীসেবা বাড়াতে নাজিরহাট রুটে আসছে ডেমু ট্রেন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩
  4. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৪-১৩)। "চট্টগ্রাম ট্রেনের সময়সূচি, টিকেট, ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.